লোকসভার টিকিট পেতে পদ ছাড়লেন রাজ্যপাল, নজিরবিহীন!

মিজোরামের রাজ্যপাল কুম্মানম রাজশেখরন পদত্যাগ করেছেন। তিনি সম্ভবত তিরুবনন্তপুরমে বিজেপির লোকসভার প্রার্থী হচ্ছেন। তাঁকে কংগ্রেসের শশী থারুরের বিরুদ্ধে দাঁড় করানো হবে বলেই খবর। রাজশেখরন কুম্মানম বিজেপির কেরল রাজ্য সভাপতি ছিলেন। একটি উপ নির্বাচনের আগে গত মে মাসে তাঁকে হঠাৎই সরিয়ে মিজোরামের রাজ্যপাল করা হয়। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, অসমের রাজ্যপাল এখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে

লোকসভার টিকিট পেতে পদ ছাড়লেন রাজ্যপাল, নজিরবিহীন!

মিজোরামের রাজ্যপাল কুম্মানম রাজশেখরন পদত্যাগ করেছেন। তিনি সম্ভবত তিরুবনন্তপুরমে বিজেপির লোকসভার প্রার্থী হচ্ছেন। তাঁকে কংগ্রেসের শশী থারুরের বিরুদ্ধে দাঁড় করানো হবে বলেই খবর।

লোকসভার টিকিট পেতে পদ ছাড়লেন রাজ্যপাল, নজিরবিহীন!রাজশেখরন কুম্মানম বিজেপির কেরল রাজ্য সভাপতি ছিলেন। একটি উপ নির্বাচনের আগে গত মে মাসে তাঁকে হঠাৎই সরিয়ে মিজোরামের রাজ্যপাল করা হয়। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, অসমের রাজ্যপাল এখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে মিজোরামের দায়িত্বেও থাকবেন। করলের রাজ্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কুম্মানমকে রাজ্যে ফিরিয়ে তিরুবনন্তপুরমের প্রার্থী করার দাবি জানানো হয়। কুম্মানমের সভাপতিত্বেই বিজেপি বিধানসভা নির্বাচনে খাতা খুলেছিল এবং আটটি আসনে দ্বিতীয় হয়েছিল। তিনি লড়লে কেরলের রাজধানীর এই আসনে ত্রিমুখি লড়াই হবে। কংগ্রেসের শশী থারুর ছাড়াও সিপিআইয়ের সি দিবাকরণ এখানে প্রার্থী হবেন। গত নির্বাচনে শশী ১৫ হাজার ভোটে জিতেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =