এবার গোরুর জন্য শীতের নতুন পোশাক দেবে সরকার

লখনউ: অযোধ্যায় গোরুদের শীতের হাত থেকে রেহাই দিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে অযোধ্যা পুরো নিগাম৷ গোরুর জন্য বিশেষ ব্যবস্থা করেছে পুরো নিগম৷ শীতের মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে যত গোরু রয়েছে, তাদের প্রত্যেকের জন্য পোশাকের এই বিশেষ ব্যবস্থা করা হবে৷ এই বিষয়ে অযোধ্যা নগর নিগাম কমিশনার

এবার গোরুর জন্য শীতের নতুন পোশাক দেবে সরকার

লখনউ: অযোধ্যায় গোরুদের শীতের হাত থেকে রেহাই দিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে অযোধ্যা পুরো নিগাম৷ গোরুর জন্য বিশেষ ব্যবস্থা করেছে পুরো নিগম৷ শীতের মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে৷

রাজ্যের বিভিন্ন স্থানে যত গোরু রয়েছে, তাদের প্রত্যেকের জন্য পোশাকের এই বিশেষ ব্যবস্থা করা হবে৷ এই বিষয়ে অযোধ্যা নগর নিগাম কমিশনার জানিয়েছেন, গোরু ও মহিষদের জন্য একটি বিশেষ কোট বাড়ানো হবে৷ অবশ্য তাদের কোটের নকশা হবে একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন৷ মহিষ দের জন্য যে পোশাক বানানো হবে তাতে একটিমাত্র পাটের স্তর থাকবে৷ গোরুদের জন্য বরাদ্দ হবে দুটি স্তরের পাটের কোর্ট৷ পাশাপাশি গোরুদের জন্য প্রস্তুত পোশাকটি সম্পূর্ন সেলাই করা হবে৷

শীতের হাত থেকে গোরুদের বাঁচানোর জন্য পোশাক কেনা হবে৷ অযোধ্যা পুর নিগমের নগর কমিশনার জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই গোরুদের জন্য বিশেষ পোশাক দিয়েছি৷ ৩৪টি স্তরে সম্পূর্ণ কাজটি হবে৷ এই পোশাকের জন্য ৩০০ টাকা বরাদ্দ করতে চলেছে পুর নিগম৷ ত্রিস্তরীয় পোশাক তৈরি করা হচ্ছে বাছুরদের জন্য৷ পোশাকটি সম্পূর্ন ভাবে পাট দিয়ে তৈরি করা হবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =