প্রতিটি পাকা রাস্তার পাশে ফলের বাগান গড়বে সরকার

আগরতলা: শহরকে সাজিয়ে তুলতে নয়া উদ্যোগ নিল ত্রিপুরা সরকার৷ রবিবার একটি অনুষ্ঠানে গিয়ে বিপ্লবকুমার দেব বলেন, ত্রিপুরার প্রতিটি পাকা সড়কের দু-ধারে ফুল ও ফলের বাগান তৈরি করা হবে। যার জন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে টাকা বরাদ্দ করা হয়েছে। কিছু দিনের মধ্যে বাগান তৈরির কাজ শুরু হবে। এই প্রকল্প ভারতের মধ্যে প্রথম এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় হবে।

প্রতিটি পাকা রাস্তার পাশে ফলের বাগান গড়বে সরকার

আগরতলা: শহরকে সাজিয়ে তুলতে নয়া উদ্যোগ নিল ত্রিপুরা সরকার৷ রবিবার একটি অনুষ্ঠানে গিয়ে বিপ্লবকুমার দেব বলেন, ত্রিপুরার প্রতিটি পাকা সড়কের দু-ধারে ফুল ও ফলের বাগান তৈরি করা হবে। যার জন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে টাকা বরাদ্দ করা হয়েছে।

কিছু দিনের মধ্যে বাগান তৈরির কাজ শুরু হবে। এই প্রকল্প ভারতের মধ্যে প্রথম এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় হবে। তা দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটক আসবেন। এই সব ফুল ও ফল বিক্রি করবেন রাস্তার পার্শ্ববর্তী বাসিন্দারা। সব মিলিয়ে রাস্তার পাশের বাগান থেকে এক একটি পরিবার আগামী দুই বছর পর ৫০ থেকে ৬০ হাজার টাকা রোজগার করতে পারবেন। যাঁরা বাড়ির সামনে বাগান পরিচর্যা করবেন তাঁরা ফুল, ফল বিক্রি করে সেই টাকা নেবেন, পাশাপাশি সরকার তাদেরকে বছরে ২৪০০ টাকা দেবে।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় নতুন সরকার আসার পর গত ১১ মাসে বিভিন্ন এলাকায় ২ লক্ষের বেশি উজ্জ্বলা যোজনায় বাড়ি বাড়ি রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। অথচ পুরাতন সরকারের সময় দেড় বছরে মাত্র ৩৪ হাজার সংযোগ দেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে তারা মানুষের সুবিধা থেকে বঞ্চিত করেছে। তিনি জানান, রাজ্যের ৫ লক্ষ পরিবারের ২০ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার সুবিধায় নাম লিখিয়েছেন। ইতিমধ্যে অনেক লোক এই প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত সরকারি খরচে চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =