ফের বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর উদ্যোগ কেন্দ্রের

ফের বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর উদ্যোগ কেন্দ্রের

নয়াদিল্লি: দেশের শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে রেলের ভাড়া নিয়ে যখন গোটা দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে, ঠিক তখনই বিচ্ছিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ আগামী ৭ মে থেকে বাণিজ্যিক উড়ানের পাশাপাশি নৌসেনার যুদ্ধজাহাজের সাহায্য তাঁদের ফেরানো উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷

করোনার দাপটে জারি হওয়া লকডাউন বিধিনিষেধের জেরে এখনও বিভিন্ন দেশে আটকে পড়েছেন কয়ের হাজার প্রবাসী ভারতীয়৷ লকডাউনের জেরে কাজ হারিয়ে দেশে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন অনেকেই৷ বিপদে পড়ে দেশে ফিরতেও ব্যাকুল তাঁরা৷ মহামারীর এই পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের সাহায্যে এবার হাত বাড়িয়ে দিতে চলেছে কেন্দ্র৷

কেন্দ্রের তরফে প্রকাশিত বিবৃতিতে সাফ জানানো হয়েছে, অর্থের বিনিময়ে ভারতে ফেরার সুবিধা চালু করতে উদ্যোগ নিচ্ছে ভারত সরকার৷ আগামী ৭ মে থেকে আরও এক দফায় আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে৷ দেশে ফিরলেও তাঁদের থাকতে হবে পর্যবেক্ষণে৷ মেডিক্যাল স্ক্রিনিং থেকে করোনা উপসর্গ আছে কি না, তাও খতিয়ে দেখা হবে৷ বিদেশ থেকে ভারতে ফেরা নাগরিকদের মধ্যে তথ্য ইতিমধ্যেই সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে খবর৷ দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরি করছে ভারতীয় হাই কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 2 =