চরম আঘাত আনতে পারে করোনা, আগামী মে মাস ‘পাখির চোখ’ কেন্দ্রের

চরম আঘাত আনতে পারে করোনা, আগামী মে মাস ‘পাখির চোখ’ কেন্দ্রের

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হলেও কিছুতেই কমছে না করোনা আক্রান্তের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় ৯৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এখনও পর্যন্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩ জনের৷ এখনও পর্যন্ত ১৪ হাজার ৩৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ কিন্তু, লকডাউন মেয়াদ বাড়লেও কেন করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? পরিস্থিতি যা, তাতে আগামী মে মাস ভারতের কাছে কার্যত আগ্নিপরীক্ষা৷

করোনা মোকাবিলায় আগামী মে মাস ‘পাখির চোখ’ কেন্দ্রের৷ সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহে করোনা সংক্রমণ খুব সম্ভবত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে৷ ওই পরিস্থিতি ঠেকাতে গেলে একমাত্র ভরসা লকডাউন৷ তাহলেই তা ধাপে ধাপে কমতে পারে৷ আর ওই সময়ে ১০০ শতাংশ লকডাউনের যাবতীয় নিয়ম মেনে চলতেই হবে৷ এমনই মনে করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের একাংশ৷

সূত্রের খবর, করোনা প্রভাবিত ক্লাস্টারগুলির গুলির উপর আরও কড়াকড়ি প্রযোজন বলেও নানা মহল থেকে দাবি উঠতে শুরু করেছে৷ যদিও লকডাউন বিধি কার্যকর হওয়ায় করোনা সংক্রমণ অনেকটাই রাশ টানা গিয়েছে বলে আগেই দাবি করেছে স্বাস্থ্যমন্ত্রক৷ গত এক সপ্তাহের হিসেবে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হতে সময় লেগেছে ৬.২ দিন৷ আইসিএমআরের সমীক্ষা বলছে, ভারতে প্রতি ২৪ জনের নমুনার মধ্যে মাত্র ১ জন করোনা আক্রান্ত হচ্ছেন৷ ইতালিতে যা ৬ জন, আমেরিকায় ৫ জন, ব্রিটেনে ৩ জনে৷

তবে, পরিসংখ্যান অন্যান্য দেশের তুলনায় ভারত ভালো জায়গায় থাকলেও করোনা পরীক্ষার ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে দেশ৷ এখনও পর্যন্ত দেশে মাত্র ৩ লক্ষ ২০ হাজারের কাছাকাছি পরীক্ষা করা হয়েছে৷ কিন্তু, এই সংখ্যা যথেষ্ট নয় বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷ ফলে, লাগাতার পরীক্ষা, লকডাউন বিধি কার্যকর হলেই মে মাসে সংক্রমণ রুখে দেওয়া যেতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + eight =