করোনা সংক্রমণ রুখতে ১৫ জেলায় কড়া নিষেধাজ্ঞা সরকারের

করোনা সংক্রমণ রুখতে ১৫ জেলায় কড়া নিষেধাজ্ঞা সরকারের

04552c990592a9e3db248dcda4704d9f scaled

লখনউ:  সংক্রমণ রুখতে কড়া ব্যবস্থা নিল উত্তরপ্রদেশ সরকার। বিপজ্জনক অবস্থায় থাকা ১৫টি জেলাকে সিল করার নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। বুধবার রাত ১২টা থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে ওই ১৫টি জেলা। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ওই জেলাগুলি পুরোপুরি সিল থাকবে। তবে যে এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ছজনের বেশি, সেই এলাকাগুলিকে হটস্পট হিসেব চিহ্নিত করেছে উত্তরপ্রদেশ সরকার।

বুধবার রাজ্যের ১৫টি জেলা চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে গৌতম বুদ্ধ নগর(নয়ডা), লখনউ, গাজিয়াবাদ, মীরাট, আগ্রা, কানপুর, বারাণসী, শামলি, বেরিলি, বুন্দেলশহর, ফিরোজাবাদ, মহারাজগঞ্জ, সীতাপুর, শাহারনপুর ও বসতি। এই ১৫টি জেলায় হটস্পট চিহ্নিত করেছে যোগী সরকার। এই সিল করা এলাকার বাসিন্দারা ১১২ নম্বরে ফোন করে অত্যাবশকীয় পণ্যের জন্য অর্ডার করতে পারবেন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৩২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এই খবর সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, অত্যাবশকীয় পণ্য বা ওষুধ কিনতে আর রাস্তায় বের হওয়া যাবে না। বরং সরকারি হেল্প লাইনে নম্বর ফোন করে প্রয়োজনীয় পণ্যের অর্ডার করা যাবে। ডেলিভারি বয়রা এসে তা বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। সরকারের তরফে জানানো হয়েছে, যারা এই নিময় ভাঙবে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবার যারা অত্যাবশকীয় পণ্য সরবরাহ বা ডেলিভারি বয়দের আটকাবে তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্য সচিব আর কে তিওয়ারি।

চারজনের মৃত্যু হয়েছে। করোনার সংক্রমণে হটস্পট হিসেবে চিহ্নিত নয়ডায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮ জন। আগ্রায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মীরাটে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এই পরিসংখ্যান সামনে আসার পরই কড়া পদক্ষেপ করল যোগী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *