চিন সীমান্তে ৩৫টি রাস্তা নির্মাণে ছাড় কেন্দ্রের, মাত্র ৭২ ঘণ্টায় সেতু নির্মাণ সেনার

চিন সীমান্তে ৩৫টি রাস্তা নির্মাণে ছাড় কেন্দ্রের, মাত্র ৭২ ঘণ্টায় সেতু নির্মাণ সেনার

নয়াদিল্লি: লাদাখ সীমান্ত সংঘাতের আবহে এবার গুরুত্বপূর্ণ বৈঠক করল স্বরাষ্ট্রমন্ত্রক৷ সীমান্তে পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নতি সাধনে কেন্দ্রের তরফে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রক৷ বৈঠকে অংশ নেয় আইটিবিপির বর্ডার রোড  অরগানাইজেশন৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সীমান্ত এলাকায় দ্রুত রাস্তা নির্মাণ করা হবে৷ চিন সীমান্তবর্তী ৩২টি রাস্তার কাজ দ্রুত শেষ করা হবে৷  

পর্যবেক্ষক মহলের মতে, লাদাখে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে চিনকে জবাব যোগ্য জবাব দিতে গেলে যোগাযোগ ব্যবস্থা ও উপরিকাঠামো দ্রুত উন্নত করতে হবে৷ সে ক্ষেত্রে সেনাবাহিনী অস্ত্রশস্ত্র ও রসদ যোগাতে গেলে প্রয়োজন দ্রুত ও সচল যোগাযোগ ব্যবস্থা৷ আর তার জন্য প্রয়োজন উন্নত পরিকাঠামো৷ আর তা নিশ্চিত করা গেলে সীমান্তে ভারতীয় সেনা শক্তি এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন পর্যবেক্ষণ মহলের একাংশ৷

জানা গিয়েছে, ভারত-চিনা সাম্প্রতিক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গলওয়ান নদীর উপর সেতু নির্মাণ করেছে ভারতীয় সেনা বাহিনীর ইঞ্জিনিয়াররা৷ স্থলপথে যোগাযোগ বৃদ্ধি থেকে শুরু করে লাদাখের আকাশে উড়তে শুরু করেছে গ্ল্যাডিয়েটর স্কোয়াড্রনের শক্তিশালী হেলিকপ্টার অ্যাপাচে৷ পাঠানকোট থেকে আরও ৪টি অ্যাপাচে হেলিকপ্টার লাদাখে মোতায়েন করা হয়েছে৷ জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে অ্যাপাচে হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়৷ এই মুহূর্তে ভারতের হাতে থাকা মোট ২২টি লং-বো ভার্সান হেলিকপ্টার রয়েছে৷ রয়েছে নাইট ভিশন সেন্সর৷

ইতিমধ্যেই চণ্ডীগড় থেকে লাদাখ পর্যন্ত এয়ারব্রিজ তৈরি করেছে ভারতীয় বায়ুসেনা৷ গ্লোবমাস্টার থ্রি থেকে শুরু করে সুপার হারকিউলিস ও এএন ৩২ নিয়ে গঠিত হয়েছে এই এয়ারব্রিজ৷ যার মাধ্যমে প্রয়োজন পড়লে অস্ত্র ও সেনা পাঠানো হবে৷ ভারতীয় সেনার কাছে খবর রয়েছে, গলওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন পরিকাঠামো তৈরি করেছে৷ তিব্বত সীমান্তে ৫টি মিলিশিয়া ইউনিট নির্মাণ করেছে চিনা সেনা৷ পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশে উড়ছে বিশেষ বিমান৷ ভারতীয় সেনাবাহিনীর ফরওয়ার্ড মুভমেন্ট শুরু হয়েছে৷ হিমাচলের মানালি থেকে লে হাইওয়ে দাঁড়িয়ে আছে সাঁজোয়া গাড়ি৷আর্মি কনভয়ে লাদাখ সীমান্তে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =