সুখবর, অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময় বাড়াল কমিশন

কলকাতা: দুর্বল পরিকাঠামো৷ আর তার জেরে সমস্যায় পড়তে হয়েছে বহু ভোটারকে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটারদের তথ্য যাচাই কর্মসূচি বা ইভিপির সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন৷ আগের নির্দেশ অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত এই কর্মসূচি শেষ হওয়ার কথা থারলেও তা আরও ৩৩ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে৷ আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকায় তথ্য যাচাই করা যাবে বলে

কলকাতা: দুর্বল পরিকাঠামো৷ আর তার জেরে সমস্যায় পড়তে হয়েছে বহু ভোটারকে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটারদের তথ্য যাচাই কর্মসূচি বা ইভিপির সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন৷

আগের নির্দেশ অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত এই কর্মসূচি শেষ হওয়ার কথা থারলেও তা আরও ৩৩ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে৷ আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকায় তথ্য যাচাই করা যাবে বলে জারি হয়েছে নয়া নির্দেশ৷ ভোটের তালিকায় কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে৷

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২ কোটি ৬০ লক্ষ ভোট তাঁদের তথ্য সংক্রান্ত পরিবর্ত করতে পেরেছেন৷ শতাংশের হিসাবে তা ৩৭ শতাংশের কাছাকাছি৷ কমিশন জানিয়েছে, তালিকা সংশোধনের করতে গিয়ে বহু সমস্যা দেখা গিয়েছে৷ ফলে, ভোটারদের সমস্যার কথা ভেবে আগামী ২৫ নভেম্বর সংশোধনের কাজ চলছে৷ আগামী ২৪ জানুয়ারি চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে৷

ভোটার তালিকায় তথ্য সংশোধন করবেন কীভাবে?  রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আসলে একটি নির্বাচন কমিশনের এক অভিনব উদ্যোগ৷ এক ছাতার তলায় অনেকগুলি সুযোগ পাচ্ছেন ভোটাররা৷ নির্দিষ্ট ওয়েবসাইটে নিজের তথ্য নিজেই যাচাই করে ভুল থাকলে নিজেই সংশোধন করে নিতে পারেন৷ পরিবারের কারও নাম ভোটার তালিকায় না থাকলেও ৬ নম্বর ফরম ফিলাপ করে আবেদন করতে পারবেন৷ নিজের নাম সংক্রান্ত কোনও ভুল থাকলে ৮ নম্বর ফরম ফিলাপ করতে আর্জি জানিয়েছে কমিশন৷ নাম বাদ দিতে চাইলে ৭ নম্বর ফরম ফিলাপ করতে বলা হয়েছে৷

কমিশন জানিয়েছে, nvsp.in এই ওয়েবসাইটে ঢুকে একজন নির্বাচক তাঁর ভোটার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন৷ সেই পাসওয়ার্ড নম্বর মনে রাখতে হবে ভবিষ্যতের জন্য৷ এই প্রথম একজন ভোটার এই অভিনব কর্মসূচি মাধ্যমে তার ভোটদান কেন্দ্রের যাবতীয় সুযোগ-সুবিধা এবং কোন অসুবিধা থাকলে তাও জানাতে পারবেন এর মাধ্যমে৷ আরও একটি সুবিধা নির্বাচকদের সামনে পৌঁছে দিতে চলেছে কমিশন৷ কেউ যদি কোন বিষয়ে ভোট কেন্দ্র বদল করতে চান তাও ওই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =