আমেদাবাদ: গুজরাতের বনসকাঁথা জেলার ঠাকুর সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারবে না৷ এমনই আজব ফতোয়া জারি করেছেন এই সম্প্রদায়ের প্রবীণরা৷ গত ১২ জুলাই দান্তিওয়াড়া তালুকে বৈঠকে বসেন তাঁরা৷ তারপর, ১৪ তারিখ থেকে এই নির্দেশিকা লাগু হয়৷
এদিকে, উক্ত নির্দেশিকা কেউ অমান্য করলে, তার বাবা-মাকে এর জন্য শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ফতোয়া প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তুমুল বিতর্ক দানা বাধেঁ। যদিও, এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক গানিবেন ঠাকুর। তাঁর কথায়, এর মধ্যে ভুল কিছু নেই। অবিবাহিত মেয়েদের প্রযুক্তিতে ডুবে না থেকে পড়াশুনোয় মন দেওয়া উচিত। অন্যদিকে, বিধায়ক অল্পেশ ঠাকুরের মতে, শুধু মেয়ে নয়, কম বয়সি ছেলেদের উপরও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা উচিত। এতে তারা আরও বেশি করে পড়াশুনোয় মনোযোগ দিতে পারবে।