ট্রাম্পের সৌজন্যে ৩০০ বছর পরে তাজমহলে প্রথম সংস্কার

ট্রাম্পের সৌজন্যে ৩০০ বছর পরে তাজমহলে প্রথম সংস্কার

নয়াদিল্লি: প্রথমবারের ভারতে পা রাখলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ স্বাভাবিকভাবেই তাঁর ভারত সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত বিশেষত যেখানে যেখানে তাঁর সফর সম্ভবনা রয়েছে, সেই সমস্ত স্থানগুলি সেজে উঠেছে৷ ট্রাম্পের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে যেমন ছিল গুজরাটের মোতেরা স্টেডিয়াম৷ তেমনই ছিল পৃথিবীর অষ্টম আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য তাজমহল৷ দু’দিনের সফরের মধ্যে গুজরাতের পরেই আগ্রার তাজমহল ভ্রমণ করলেন মার্কিন রাষ্ট্রপতি৷

মোঘল সম্রাট শাহজাহানের প্রিয়তমা পত্নী মুমতাজমহলের মৃত্যুর পর আগ্রা শহরে যমুনার তীরে তাঁর সমাধির ওপরে একটি স্তূপ নির্মাণ করা হয়৷ সেই স্থাপত্য তাজমহল নামে পরিচিত৷ এতদিন অবধি এই স্থাপত্য একাধিকবার পরিষ্কার করা হলেও স্তূপের অভ্যন্তরে থাকা ভারত সম্রাজ্ঞীর সমাধি কোনও দিনই সংস্কার করা হয়নি৷ এবার মার্কিন রাষ্ট্রপতির ভারত সফরের আগে সমাধির দ্বারা পরিষ্কার করা হয়েছে৷ ট্রাম্পের সফরে সমাধি সংস্কার নিয়ে স্বভাবতই নেটিজেনদের মধ্যে জোর তরজা শুরু হয়ে গিয়েছে৷ তবে প্রাক্তন ভারত সম্রাজ্ঞীর প্রকৃত সমাধি মাটি থেকে ৫ ফুট নীচে থাকার কারণে ট্রাম্প সেখানে যাননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eight =