CBI-এর ডিরেক্টর পদে বসছেন দেশের প্রথম বাঙালি মহিলা?

নয়াদিল্লি: সিবিআইয়ের গৃহযুদ্ধের মধ্যেই সুখবর পেতে চলেছে বাঙালি সমাজ৷ সবকিছু ঠিক থাকলে এই প্রথম বাঙালি মহিলার দখলে যেতে চলেছে সিবিআইয়ের শীর্ষপদ৷ সিবিআইয়ের ডিরেক্টর পদে একই দিনে জোড়া নজির গড়তে পারেন আইপিএস রিনা মিত্র৷ প্রথমত, বাঙালি হিসাবে প্রথম এই পদে বসা ও দেশের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে এই পদ দখল নেওয়া৷ সবকিছু ঠিকঠাক ঠাকলে আগামী কয়েকদিনের মধ্যে সিবিআই

bcd798f89c53b2fd27ffcf871af8f518

CBI-এর ডিরেক্টর পদে বসছেন দেশের প্রথম বাঙালি মহিলা?

নয়াদিল্লি: সিবিআইয়ের গৃহযুদ্ধের মধ্যেই সুখবর পেতে চলেছে বাঙালি সমাজ৷ সবকিছু ঠিক থাকলে এই প্রথম বাঙালি মহিলার দখলে যেতে চলেছে সিবিআইয়ের শীর্ষপদ৷ সিবিআইয়ের ডিরেক্টর পদে একই দিনে জোড়া নজির গড়তে পারেন আইপিএস রিনা মিত্র৷ প্রথমত, বাঙালি হিসাবে প্রথম এই পদে বসা ও দেশের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে এই পদ দখল নেওয়া৷

CBI-এর ডিরেক্টর পদে বসছেন দেশের প্রথম বাঙালি মহিলা?সবকিছু ঠিকঠাক ঠাকলে আগামী কয়েকদিনের মধ্যে সিবিআই প্রধান পদে স্থায়ী ডিরেক্টর বেছে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি৷  সেখানে লোকসভার বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও থাকার কথা৷ মোট ১২ জন প্রার্থীর নাম প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে৷

সূত্রের খবর,ওই তালিকায় রয়েছে উপরের দিকেই রয়েছেন আইপিএস রিনা মিত্র৷ দ্বিতীয় হিসাবে উঠে আসছে গুজরাত পুলিশের ডিজিপি শিবানন্দ ঝা ও তৃতীয় হিসাবে এনআইএ-র ডিরেক্টর জেনারেল ওয়াইসি মোদী নামও উঠছে এসেছে বলে জানা দিয়েছে৷ রিনাদেবী যদি নির্বাচিত হন, তাহলে তিনিই হবেন দেশের প্রথম মহিলা সিবিআই প্রধান৷ এছাড়া বাঙালি হিসাবেও নজির গড়ার হাতছানিও রয়েছে৷ ১৯৮৩ সালের ব্যাচের আইপিএস অফিসার রিনা মিত্র এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব পদে কাজ করছেন।৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *