নয়াদিল্লি: ২০১৮ সালের তফশিলি জাতি–উপজাতি সংশোধনী আইন অপরিবর্তিত রাখার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত৷ আর এই রায় ঘোষণা জেরে তফশিলি জাতি-উপজাতিদের নিগ্রহের অভিযোগে অভিযুক্ত কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে আইন মোতাবেক আগাম জামিনের জন্য আদালতে আবেদন করতে পারবেন না৷ এই আইন শিথিল করতে সুপ্রিম কোর্টের দায়ের হয় মামলা৷
বিচারপতি অরুণ মিশ্র, ভিনীত শারন, রবীন্দার ভাটের বেঞ্চ তফশিলি জাতি–উপজাতি (অত্যাচার প্রতিরোধ) সংশোধনী আইন ২০১৮ বিষয়ক মামলাকে কার্যত খারিজ করে দিয়েছে৷ সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, এই আইন মোতাবেক কোনও এফআইআর দায়ের করা হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক তদন্তের আগেই হেফাজতে নিতে পারবে পুলিশি৷ এমনকি ওই ব্যক্তি আগাম জামিন নিতে পারবেন না৷ অভিযোগ প্রমান না হওয়া পর্যন্ত আগাম জামিনের আবেদন করা যাবে না৷ তবে সোমবারের রায়ে বিচারপতিরা জানিয়ে দিয়েছেন, ব্যাতিক্রমী পরিস্থিতিতে আদালত এফআইআর বাতিল করতে পারবে৷
সুপ্রিম কোর্টের তিন বিচারপতি জানিয়েছেন, এই আইনের অধীনে কোনও অভিযোগ নিয়ে নথভূক্ত করা হলে অভিযোগ ভিত্তিহীন মনে হলেও প্রাথমিক তদন্ত খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে হবে৷
কেন্দ্রীয় সরকার, ২০১৮ সালে ২০ মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে রিভিউ পিটিশন দাখিল হয়৷ এই আইনে কোনও ফৌজদারী মামলা দায়ের করা হলে প্রাথমিক তদন্তের প্রয়োজন বলেও জানানো হয়েছে৷ এই আইনের আওতায় অভিযুক্তকে গ্রেফতার করার ও কোনো সুযোগ থাকবে না বলে আগেই জানানো হয়৷ কেন্দ্রীয় সরকারের এই আইনকে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট৷
তবে, এই রায় নিয়ে বিচারপতিরা একমত হতে পারেননি৷ তবে বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিনা তদন্তে এফআইআর এবং জামিন নামঞ্জুরের রায় বহাল রাখা হয়েছে৷