চাকরি না পেয়ে আত্মঘাতী ১২ হাজার তরুণ, বলছে কেন্দ্রের সমীক্ষা

এনআরসিবি-র সাম্প্রতিকতম রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৮ সালে মোট ৯.৬ শতাংশ আত্মহত্যার ঘটনার মধ্যে ৭.৭ শতাংশই বেকারত্বের কারণে। সংখ্যার হিসেবে যা ১০,৩৪৯ জন।

নয়াদিল্লি: মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম পাঁচ বছরে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পিছিয়ে পড়ার প্রবনতা দ্বিতীয়বারও সরকার গঠনের পর আরও গুরুতর আকার ধারণ করেছে। বিরোধিদের মতে একেরপর এক বিভ্রান্তিমূলক পদক্ষেপ নিয়ে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা কার্যত বিফলে যাচ্ছে। কারণ কেন্দ্রের গাফিলতি নিয়ে দেশের যুবসমাজের সচেতনতা ও উপলব্ধি এক্ষেত্রে দেশজুড়ে বড়সড় বিরোধের পরিবেশ গড়ে তুলছে। তাদের যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে তাহলো বেকারত্বের সংখ্যায় উত্তোরোত্তর বৃদ্ধি যা বিগত ৪৫ বছরে দৃষ্টান্ত তৈরি করেছে।

যদিও বিজেপি সরকারের সমস্ত ব্যর্থতার প্রশ্নে সব দায় অতীতের সরকারের ওপর চাপিয়ে দেওয়াটাই এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ তাঁর মন্ত্রিসভার সদস্যদের কাছে এক এবং অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। তবে সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান সেই দাবিকে অনেকটাই দুর্বল করে দেয়। কেন্দ্রীয় এই সংস্থার ২০১৮-র আত্মহত্যা সংক্রান্ত পরিসংখ্যান বলেছে শুধু ওই একবছরে কর্মসংস্থানের অভাবে আত্মহত্যার সংখ্যা ১২০০০। প্রতি একঘণ্টায় এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে কর্মসংস্থানের অভাবে সবথেকে বেশি কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে কৃষিক্ষেত্রে। 

স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ এনআরসিবি-র সাম্প্রতিকতম তথ্যে উঠে এসেছে ২০১৮ সালে মোট ৯.৬ শতাংশ আত্মহত্যার ঘটনার মধ্যে ৭.৭ শতাংশই বেকারত্বের কারণে। সংখ্যার হিসেবে যা ১০,৩৪৯ জন। এরমধ্যে ১০,৬৮৭ জন পুরুষ এবং ২,২৪৯ জন মহিলা। বেকারত্বের কারণে আত্মহত্যার ঘটনায় শীর্ষে কেরালা, সর্বোচ্চ ১২.৩ শতাংশ (১২,৯৩৬ টি আত্মহত্যার মধ্যে ১,৫৮৫), তামিলনাড়ুতে ১২.২ শতাংশ (১,৫৬৯ আত্মহত্যা ), মহারাষ্ট্রে ৯.৭ শতাংশ (১,২৬০ আত্মহত্যা), কর্ণাটকে ৫.৫ শতাংশ (১,০৯৪ আত্মহত্যা) এবং উত্তর প্রদেশে ৭ শতাংশ (৯০২ আত্মহত্যা)।

২০১৭-র পরিসংখ্যান অনুযায়ী সেই বছর বেকারত্বের কারণে আত্মহত্যার সংখ্যা আরও বেশি ছিল। ২০১৭ সালে মোট ৯৪.৪ শতাংশ (মোট ১২,২৪১ জন) বেকার আত্মহত্যা করেছেন, এরমধ্যে কৃষিক্ষেত্রে  ১০,৫৫৫ (৮.২ শতাংশ) জন কৃষক কর্মসংস্থানের অভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ২০১৬ সালে, বেকারত্বের কারণে মোট আত্মহত্যার ঘটনা ১১,১৭৩টি এবং কৃষক আত্মহত্যার ঘটনা তার থেকেও বেশি ১১,৩৭৯ টি। 

এনসিআরবি'র তথ্য বলছে যে ২০১৮  সালে সারাদেশে মোট ১,৩৪,৫১৬ জন আত্মহত্যার ঘটনা ঘটেছে যা ২০১৭ সালের তুলনায় ৩.৬ শতাংশ বেশি। তথ্যে আরও বলা হয়েছে যে ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে আত্মহত্যার হার ০.৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eight =