স্বাধীনতার পর এই প্রথম সেনা দিবসের প্যারেডে নেতৃত্ব দেবেন মহিলা লেফটেন্যান্ট

শাম্মী হুদা: আগামী ১৫ জানুয়ারি ভারতীয় সেনার উত্তরণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভারতীয় সেনার তরফে প্যারেডের আয়োজন করা হয়েছে। সেখানে ১৪৪জন জওয়ান প্যারেডে অংশ নেবেন। আর স্বাধীনতার পর এই প্রথম সেই প্যারেডে লিড করবেন মহিলা সেনা আধিকারিক ভাবনা কস্তুরী। উল্লেখ্য, ২০১৫ র ২৬ জানুয়ারি প্রথম আমরা দেখি ভারতীয় সেনা বাহিনীকে লিড করছেন একজন

স্বাধীনতার পর এই প্রথম সেনা দিবসের প্যারেডে নেতৃত্ব দেবেন মহিলা লেফটেন্যান্ট

শাম্মী হুদা: আগামী ১৫ জানুয়ারি ভারতীয় সেনার উত্তরণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভারতীয় সেনার তরফে প্যারেডের আয়োজন করা হয়েছে। সেখানে ১৪৪জন জওয়ান প্যারেডে অংশ নেবেন। আর স্বাধীনতার পর এই প্রথম সেই প্যারেডে লিড করবেন মহিলা সেনা আধিকারিক ভাবনা কস্তুরী।

উল্লেখ্য, ২০১৫ র ২৬ জানুয়ারি প্রথম আমরা দেখি ভারতীয় সেনা বাহিনীকে লিড করছেন একজন মহিলা লেফটেন্যান্ট জেনারেল। একই সঙ্গে জল স্থল ও বায়ুসেনার ১৪৮জন আধিকারিক এই প্যারেডে অংশ নিয়েছিলেন। সেদিন লাদাখের তরুণী ২৮ বছরের স্ট্যাঞ্জিন নরাং নেতৃত্বে ছিলেন। এই প্যারেডে এসিএস নেওয়া সেনা কর্মীরা মূলত মহিলা ছিলেন। তাঁদের বেশিরভাগই পাঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে অংশ নিয়েছিলেন।

এই সেনা দিবস আসলে কি? ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি শেষ ব্রিটিশ মুখ্য সেনাকর্তা স্যার ফ্রান্সিস বিচারের হাত থেকে ভারতীয় সেনাবাহিনী র দেখভালের দায়িত্ব যায় লেফটেন্যান্ট জেনারেল কদান্দেরা এম করিয়াপ্পার হাতে। সেই দিনটি ভারতীয় সেনার উত্তরণ দিবস হিসেবে পালিত হয়। ওই দিনটিতে দেশ ও দেশবাসীকে রক্ষা করতে গিয়ে শহিদ হওয়া প্রত্যেক সেনা কর্তা ও কর্মীদের স্যালুট করার পাশাপাশি প্যারেডের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও সেনা হেড কোয়ার্টারের তরফে শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করা হয়। এবার সেই প্যারেডের নেতৃত্ব দেবেন ভাবনা কস্তুরী। সেজন্য গত ছমাস ধরে সেনা কর্মীদের নিয়ে নিরন্তর অনুশীলন করে চলেছেন এই মহিলা লেফটেন্যান্ট জেনারেল। তাঁদের সদর দপ্তর বেঙ্গালুরুতে চলেছে অনুশীলন। এনিয়ে আগামী ১৫ জানুয়ারি নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় সেনা বাহিনী। একই সঙ্গে উপমহাদেশের সামাজিক পরিকাঠামোতে ইতিবাচক বার্তাও রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + one =