বোল্টকে হারিয়ে ‘মহিষ দৌড়ে’ রেকর্ড গড়লেন দক্ষিণের এই কৃষক, স্তম্ভিত নেটপাড়া

বোল্টকে হারিয়ে ‘মহিষ দৌড়ে’ রেকর্ড গড়লেন দক্ষিণের এই কৃষক, স্তম্ভিত নেটপাড়া

কর্ণাটক: নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, ‘অসম্ভব’ শব্দটি শুধুমাত্র বোকাদের অভিধানে পাওয়া যায়। আদতে অসম্ভব বলে কিছুই নেই৷ চেষ্টা করলে অসম্ভবকে সম্ভব করা যায়৷ এটিই  প্রমাণ করলেন শ্রীনিবাস গৌডা নামের ২৮ বছরের এক কৃষক৷ উসেইন বোল্টের মতো তাবড় দৌড়বিড়ের রেকর্ডকে যিনি ভেঙে দিলেন এক লহমায়৷

বিশ্বের সেরা দৌড়বিদ উসেইন বোল্ট ১০০ মিটার দৌড় সম্পন্ন করেন ৯.৫৮ সেকেন্ডে৷ শ্রীনিবাস সেখানে ১০০ মিটার দৌড় শেষ করলেন ৯.৫৫ সেকেন্ডে৷ এর ফলে তিনি নিজেই নতুন একটি  রেকর্ড তৈরি করলেন৷ সবথেকে আকর্ষনীয় বিষয়, যে জমিতে শ্রীনিবাস মহিষ দৌড়টি সম্পন্ন করেন, সেই মাটি ছিল কর্দমাক্ত৷ যে কাঁদা মাটিতে দৌড়ানো এক অর্থে অসম্ভব৷ সেই মাটিতেই ১৩.৬২ সেকেন্ডে ১৪২.৫ মিটার দূরত্ব অতিক্রম করলেন শ্রীনিবাস৷ স্বাভাবিকভাবেই তাঁর এই অসম্ভবকে সম্ভব করার প্রচেষ্টা তাবড় দৌড়বিদদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে৷

শ্রীনিবাস হলেন কর্ণাটকের দক্ষিণ কান্নাদা জেলার মুদাবিদ্রি এলাকার বাসিন্দা৷ ডিপি সতীশ তাঁর একটি টুইটের মাধ্যমে এই খবরটি তুলে ধরেন৷ এরপর মুহূর্তের মধ্যেই খবরটি ভাইরাল হয়ে গিয়েছে৷ আজ বিকেল ডট কম এই খবরের সত্যতা যাচাই করেনি৷ ডিপি সতীশ, তাঁর বক্তব্যের মধ্য দিয়ে যা দাবি করেছিলেন তাই এখানে তুলে ধরা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =