Aajbikel

নির্ভয়ার অপরাধীদের ফাঁসি কি চলতি মাসেই? দিন গুনছে দেশ!

নয়াদিল্লি: নারী নির্যাতন ও হত্যার নৃশংসতম নজির রেখেছে হায়দ্রাবাদ ও উন্নাওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক দুটি ঘটনা৷ এক্ষেত্রে স্বাভাবিকভাবেই উঠে এসেছে নির্ভার প্রসঙ্গ৷ ২০১২ সালের ১৬ ডিসেম্বর যে নারকীয় নির্ভয়াকাণ্ড বিশ্বের নজর কেড়েছিল সেই চার অপরাধীর ফাঁসির আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট৷ তবে এই পর্যন্তই৷ তাই দেশের মানুষের এখন একটাই প্রশ্ন নির্ভয়া কাণ্ডের দোষীদের শাস্তি হবে
 | 
নির্ভয়ার অপরাধীদের ফাঁসি কি চলতি মাসেই? দিন গুনছে দেশ!

নয়াদিল্লি: নারী নির্যাতন ও হত্যার নৃশংসতম নজির রেখেছে হায়দ্রাবাদ ও উন্নাওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক দুটি ঘটনা৷ এক্ষেত্রে স্বাভাবিকভাবেই উঠে এসেছে নির্ভার প্রসঙ্গ৷ ২০১২ সালের ১৬ ডিসেম্বর যে নারকীয় নির্ভয়াকাণ্ড বিশ্বের নজর কেড়েছিল সেই চার অপরাধীর ফাঁসির আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট৷

তবে এই পর্যন্তই৷ তাই দেশের মানুষের এখন একটাই প্রশ্ন নির্ভয়া কাণ্ডের দোষীদের শাস্তি হবে কবে? তবে এর জন্য হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না৷ দিল্লির তিহার জেলের কিছু পদক্ষেপ তারই ইঙ্গিত দিচ্ছে৷ মজবুত ফাঁসির দড়ি তৈরিতে ঐতিহ্যবাহী বক্সার জেলে ১০টি ফাঁসির দড়ি তৈরির নির্দেশ এসেছে৷ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন বক্সার জেলের সুপার বিজয় কুমার অরোরা৷ তিনি জানিয়েছেন আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ১০টি দড়ি তৈরি রাখার নির্দেশ দিয়েছেন জেলের ডাইরেক্টর৷

তবে এই ফাঁসির দড়ি কোথায় যাবে সে বিষয়ে জেল কর্তৃপক্ষকে কিছুই জানানো হয়নি৷ এদিকে তিহার জেল সূত্রে খবর, জেলের পৃথক সেলে রাখা হয়েছে চার অপরাধীকে৷ তিন নম্বর জেলে সংক্রান্ত প্রস্তুতিও শুরু হয়েছে৷ তিহার জেলের এক আধিকারিক সংবাদ সংস্থা এ এন আই-কে জানিয়েছেন জেলে ফাঁসুরের অভাব তাই দেশের কয়েকটি জেলায় কাছে ফাঁসুড়ে চেয়ে আবেদনও জানানো হয়েছে৷

নির্ভয় গণধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা ঘোষণার পরেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করেছিল নির্ভয়া কাণ্ডে অপরাধী বিনয় কুমার ও মুকেশ সিং৷ তখনই তাদের আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত৷ তবে অক্ষয় ঠাকুরের রিট পিটিশন এর ক্ষেত্রে এখনো সিদ্ধান্ত জানায়নি আদালত৷

গত সপ্তাহে দিল্লি সরকার ও কেন্দ্রের কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল অপরাধী বিনয় শর্মা৷ দুপক্ষই সেই আর্জি খারিজ করে দেয়৷ যদিও সম্প্রতি ওই আবেদন নিজেই ফিরিয়ে নেয় সে৷

Around The Web

Trending News

You May like