মাথায় বন্দুক ঠেকিয়ে পাত্রীকে নিয়ে পালাল প্রাক্তন প্রেমিক

রাজস্থান: এ যেন পুরো রূপোলি পর্দা থেকে উঠে আসা দৃশ্য! বিয়ের পর শ্বশুরবাড়ি যাচ্ছিল এক কনে। সেই সময় তার কপালে বন্দুক ঠেকিয়ে সকলের চোখের সামনে থেকে তুলে নিয়ে গেল প্রাক্তন প্রেমিক! ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিকর জেলায়। বৃহস্পতিবার এই কথা জানিয়ে পুলিশ। কনের বাড়ি থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে শিকরের রামবক্সপুরায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

মাথায় বন্দুক ঠেকিয়ে পাত্রীকে নিয়ে পালাল প্রাক্তন প্রেমিক

রাজস্থান: এ যেন পুরো রূপোলি পর্দা থেকে উঠে আসা দৃশ্য! বিয়ের পর শ্বশুরবাড়ি যাচ্ছিল এক কনে। সেই সময় তার কপালে বন্দুক ঠেকিয়ে সকলের চোখের সামনে থেকে তুলে নিয়ে গেল প্রাক্তন প্রেমিক! ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিকর জেলায়। বৃহস্পতিবার এই কথা জানিয়ে পুলিশ।

কনের বাড়ি থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে শিকরের রামবক্সপুরায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ। মঙ্গলবার নাগওয়া গ্রামের দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয় হংস কানওয়ার এবং তার দিদি সোনু কানওয়ারের। অভিযোগ, বিয়ের পরদিন বুধবার কনের বাড়ি থেকে বেরোনোর খানিকক্ষণ পরেই মূল অভিযুক্ত অঙ্কিত সেওদা আরও কয়েকজনের সঙ্গে গাড়িটির ওপর আক্রমণ করে হংসকে অপরহরণ করে নিয়ে যায়। ওই সময় তাদের বাধা দিয়েছিল হংস’র দিদি সোনু। সেই ‘অপরাধ’-এ তাকেও প্রবল মারধর করা হয়। এই ঘটনার পর বিএসপি বিধায়ক রাজেন্দ্রসিং গুধা’র নেতৃত্বে কয়েকশো জনতা মিলে বিক্ষোভ জানায় ওই অঞ্চলে। ওই বিধায়ক বলেন, “যতক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার করে ওই কনেকে উদ্ধার করা হচ্ছে, ততক্ষণ আমরা এই এলাকার প্রশাসনিক আধিকারিকের বাসভবনের সামনে ধর্না করব৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =