EVM কেলেঙ্কারি ফাঁস হতেই ‘ভুতুড়ে’ জবাব কমিশনের

নয়াদিল্লি:লোকসভা ভোটের গণনায় বিস্তর ফারাক রয়েছে, চাঞ্চল্যকর প্রতিবেদন পেশ করে শোরগোল ফেলে দিয়েছে দ্যা কুউন্ট নামের একটি সংবাদমাধ্যম৷ কুউন্টের খবরকে হাতিয়ার করে কমিশনকেও বিঁধেছে কংগ্রেস৷ একদিকে সংবাদমাধ্যে প্রকাশিত হওয়া রিপোর্ট ও অন্যদিকে রাজ্যনৈতিক সাঁড়াশি পাচে অবশেষে মুখ খুলল নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনে যত ভোট পড়েছে, আর যতগুলি গোনা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে

EVM কেলেঙ্কারি ফাঁস হতেই ‘ভুতুড়ে’ জবাব কমিশনের

নয়াদিল্লি:লোকসভা ভোটের গণনায় বিস্তর ফারাক রয়েছে, চাঞ্চল্যকর প্রতিবেদন পেশ করে শোরগোল ফেলে দিয়েছে দ্যা কুউন্ট নামের একটি সংবাদমাধ্যম৷ কুউন্টের খবরকে হাতিয়ার করে কমিশনকেও বিঁধেছে কংগ্রেস৷ একদিকে সংবাদমাধ্যে প্রকাশিত হওয়া রিপোর্ট ও অন্যদিকে রাজ্যনৈতিক সাঁড়াশি পাচে অবশেষে মুখ খুলল নির্বাচন কমিশন৷

লোকসভা নির্বাচনে যত ভোট পড়েছে, আর যতগুলি গোনা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে সংসবাদমাধ্যমের প্রকাশিত খবরকে হাতিয়ার করেছে বিরোধীরা৷ সেই অভিযোগের জবাব দিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, ‘‘লোকসভা ভোটে মানুষই দিয়েছেন, ভূতে নয়৷’’

আরও পড়ুন: ফের ইভিএম কারচুপির পর্দাফাঁস, নির্বাচন কমিশনের মুখে কুলুপ

EVM কেলেঙ্কারি ফাঁস হতেই ‘ভুতুড়ে’ জবাব কমিশনেরলোকসভা ভোটের ফল প্রকাশের পর জাতীয় সংবাদমাধ্যম দাবি করা হয়, বেশ কিছু বিধানসভায় মোট ভোটের তুলমায় বেশি ভোট গণনা হয়েছে৷ কোথাও আবার মোট ভোটের কম গণনা হয়েছে৷ ফলে, গোটা গণনা প্রক্রিয়ায় বেশ কিছু ‘ভুতুড়ে’ ভোট ধরা পড়েছে৷ ভূতুড়ে এই ভোটের ব্যাখ্যা দিতে গিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের হারের যে তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেগুলি পরিবর্তনশীল পরিসংখ্যান৷ চূড়ান্ত পরিসংখ্যান এখনও প্রকাশিত হয়নি৷ শীঘ্রই তা প্রকাশ করা হবে৷

কমিশনের দাবি, ২০১৪ সালের নির্বাচনে ফল ঘোষণার তিন মাস পর ভোটদানের চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়৷ তবে, এবারের ভোটের চূড়ান্ত পরিসংখ্যান কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে৷ ইতিমধ্যেই ৫৪২টি লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ভোট সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ৷ এবার প্রকাশের অপেক্ষা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *