নয়াদিল্লি:লোকসভা ভোটের গণনায় বিস্তর ফারাক রয়েছে, চাঞ্চল্যকর প্রতিবেদন পেশ করে শোরগোল ফেলে দিয়েছে দ্যা কুউন্ট নামের একটি সংবাদমাধ্যম৷ কুউন্টের খবরকে হাতিয়ার করে কমিশনকেও বিঁধেছে কংগ্রেস৷ একদিকে সংবাদমাধ্যে প্রকাশিত হওয়া রিপোর্ট ও অন্যদিকে রাজ্যনৈতিক সাঁড়াশি পাচে অবশেষে মুখ খুলল নির্বাচন কমিশন৷
লোকসভা নির্বাচনে যত ভোট পড়েছে, আর যতগুলি গোনা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে সংসবাদমাধ্যমের প্রকাশিত খবরকে হাতিয়ার করেছে বিরোধীরা৷ সেই অভিযোগের জবাব দিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, ‘‘লোকসভা ভোটে মানুষই দিয়েছেন, ভূতে নয়৷’’
আরও পড়ুন: ফের ইভিএম কারচুপির পর্দাফাঁস, নির্বাচন কমিশনের মুখে কুলুপ
লোকসভা ভোটের ফল প্রকাশের পর জাতীয় সংবাদমাধ্যম দাবি করা হয়, বেশ কিছু বিধানসভায় মোট ভোটের তুলমায় বেশি ভোট গণনা হয়েছে৷ কোথাও আবার মোট ভোটের কম গণনা হয়েছে৷ ফলে, গোটা গণনা প্রক্রিয়ায় বেশ কিছু ‘ভুতুড়ে’ ভোট ধরা পড়েছে৷ ভূতুড়ে এই ভোটের ব্যাখ্যা দিতে গিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের হারের যে তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেগুলি পরিবর্তনশীল পরিসংখ্যান৷ চূড়ান্ত পরিসংখ্যান এখনও প্রকাশিত হয়নি৷ শীঘ্রই তা প্রকাশ করা হবে৷
কমিশনের দাবি, ২০১৪ সালের নির্বাচনে ফল ঘোষণার তিন মাস পর ভোটদানের চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়৷ তবে, এবারের ভোটের চূড়ান্ত পরিসংখ্যান কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে৷ ইতিমধ্যেই ৫৪২টি লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ভোট সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ৷ এবার প্রকাশের অপেক্ষা৷