বিহারে মহামারী, লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা

পাটনা: লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা৷ এখনও পর্যন্ত বিহারে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬টি৷ রাজ্যের ১৬টি জেলায় ব্রেন ফিভারে কষ্ট পাচ্ছে ৬০০ বেশি শিশু৷ বিহার করকারের পরিসংখ্যান বলছে, গত ১ জুন থেকে গোটা রাজ্যে মোট ৬২৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন৷ মুজফফরপুরে এই রোগ প্রায় মহামারীর আকার নিয়েছে ফেলেছে৷ এখনও

বিহারে মহামারী, লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা

পাটনা: লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা৷ এখনও পর্যন্ত বিহারে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬টি৷ রাজ্যের ১৬টি জেলায় ব্রেন ফিভারে কষ্ট পাচ্ছে ৬০০ বেশি শিশু৷

বিহার করকারের পরিসংখ্যান বলছে, গত ১ জুন থেকে গোটা রাজ্যে মোট ৬২৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন৷  মুজফফরপুরে এই রোগ প্রায় মহামারীর আকার নিয়েছে ফেলেছে৷ এখনও পর্যন্ত সেখানে রোগে মৃত্যু হয়েছে ১১৭ জনের৷ রাজ্যে তা সর্বাধিক৷ স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোম রোগের লক্ষণের মধ্যে বিভিন্ন জটিল সমস্যা রয়েছে৷ হাইপোগ্লাইসেমিয়া বা ব্লাড সুগার লেভেল অত্যন্ত কমে যাওয়া অন্যতম প্রধান সমস্যা হিসাবে দেখা গিয়েছে৷ ৫২০ জন শিশু এতে কষ্ট পাচ্ছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 17 =