ভোটের দামামা বাজিয়ে রাজ্যকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

কলকাতা: লোকসভা ভোট একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে৷ মার্চের শুরুতেই সম্ভবত ঘোষণা হতে পারে ভোটের বিজ্ঞপ্তি৷ জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন৷ তারই প্রথম ধাপ হিসেবে আজই সমস্ত রাজ্যকে চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন৷ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ করতে নির্দেশ পাঠানো হয়েছে৷ ওই দিনের মধ্যে সমস্ত বদলি প্রক্রিয়া শেষ করারও নির্দেশ দেওয়া

a2b0a86153fdac9cb6f0e925865b0cdc

ভোটের দামামা বাজিয়ে রাজ্যকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

কলকাতা: লোকসভা ভোট একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে৷ মার্চের শুরুতেই সম্ভবত ঘোষণা হতে পারে ভোটের বিজ্ঞপ্তি৷  জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন৷ তারই প্রথম ধাপ হিসেবে আজই সমস্ত রাজ্যকে চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন৷ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ করতে নির্দেশ পাঠানো হয়েছে৷ ওই দিনের মধ্যে সমস্ত বদলি প্রক্রিয়া শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে৷ সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বলে খবর৷

ইতিমধ্যেই দিল্লি থেকে রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গেও আলোচনা করেন৷ সেই আলোচনাতেই উঠে আসে রাজ্যের আইনশৃঙ্খলার প্রসঙ্গ৷ ঠিক হয়েছে, আগামী ২৮ জানুয়ারি রাজ্যের সব রিটার্নিং অফিসার এবং ২৯ জানুয়ারি সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন৷ ফেব্রুয়ারি মাসে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে বলে জানা গিয়েছে৷

চার রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে হতে পারে লোকসভা নির্বাতন৷ মার্চের মাঝামাঝি সময়ে জারি হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট৷ চার দফায় লোকসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের বিধিনিষেধ চালু হতে পারে৷ ফলে মনে করা হচ্ছে, এপ্রিল শেষ  মে মাস নাগাদ হতে পারে লোকসভা নির্বাচন৷ বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন৷

সূত্রের খবর, ভোটগ্রহণ কটি পর্যায়ে হবে, তার তারিখ-সময় সহ যাবতীয় নির্ঘণ্ট-প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন৷ নির্বাচন কটি পর্যায়ে হবে, তা নির্ভর করছে নিরাপত্তা বাহিনী মোতায়েন ও সহজলভ্যতা নিয়ে৷ একইসঙ্গে, খতিয়ে দেখতে হচ্ছে, বাহিনীর প্রয়োজনীয়তাও৷ বিগতবারের মতো এবারও সম্ভবত লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনও সেরে ফেলতে পারে কমিশন৷ ফলে, মে মাসের মধ্যে সেখানে ভোটগ্রহণ করতেই হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *