বারাণসী: তিন তালাক বিরোধী আইন পাশ করিয়েছে কেন্দ্র৷ সংখ্যালঘু মহিলাদের সম্মান রক্ষায় এই আইন যুগান্তকারী পদক্ষেপ বলে আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই মোদির জন্যই নিজে হাতে রাখি তৈরি করে প্রধানমন্ত্রীকে উপহার পাঠালেন সংখ্যালঘু মহিলা৷
উত্তরপ্রদেশে মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতে প্রচুর পরিমাণ মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ বসবাস করেন৷ সদ্য সমাপ্ত লোকসভা অধিবেশন তিন তালাক বিরোধী আইন পাশ করিয়ে মুসলিম মহিলাদের মধ্যে প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন নরেন্দ্র মোদি। এবার তারই ফলস্বরূপ বারাণসী সংখ্যালঘু মহিলাদের হাতে তৈরি রাখি পড়তে চলেছেন মোদি। মোদির নির্বাচনী কেন্দ্রের মুসলিম মহিলারা মনে করছেন, যে ভাবে তিন তালাক প্রথাকে অপরাধ হিসাবে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে তারই ফলস্বরূপ মোদি এই রাখির প্রাপ্য।
হুমা বানো নামের ওই সংখ্যালঘু মহিলা প্রধানমন্ত্রীকে রাখি পাঠিয়ে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্য তিনি গর্বিত৷ কারণ তিনি মুসলিম মহিলাদের সম্মান বাঁচাতে তিন তালাক বিরোধী আইন প্রণয়ন করেছেন। তাই তিনি খুশি হয়ে প্রধানমন্ত্রীকে রাখি উপহার পাঠিয়েছেন৷