ফণির প্রভাব পড়ল এভারেস্টেও!

নয়াদিল্লি : প্রচণ্ড ঘূর্ণিঝড় ফণীর ধাক্কা টের পেল এভারেস্টেও। ২১ হাজার ফুট উপরে ২ নম্বর ক্যাম্পে হাওয়ার দাপটে উড়ে গিয়েছে অন্তত কুড়িটি তাঁবু। তবে পর্বত অভিযাত্রীরা সকলেই ভালো আছেন। নেপালের প্রশাসন শনিবার পর্যন্ত হেলিকপ্টার উড়ান নিষিদ্ধ করেছে।তারা বলেছে, উঁচু পর্বতে ভারী তুষারপাত হবে। সঙ্গে নীচের দিকে হবে ভারী বৃষ্টিপাত ও ঝড়। ট্রেকারদের নিরাপদ জায়গায় নিয়ে

ফণির প্রভাব পড়ল এভারেস্টেও!

নয়াদিল্লি : প্রচণ্ড ঘূর্ণিঝড় ফণীর ধাক্কা টের পেল এভারেস্টেও। ২১ হাজার ফুট উপরে ২ নম্বর ক্যাম্পে হাওয়ার দাপটে উড়ে গিয়েছে অন্তত কুড়িটি তাঁবু। তবে পর্বত অভিযাত্রীরা সকলেই ভালো আছেন। নেপালের প্রশাসন শনিবার পর্যন্ত হেলিকপ্টার উড়ান নিষিদ্ধ করেছে।তারা বলেছে, উঁচু পর্বতে ভারী তুষারপাত হবে। সঙ্গে নীচের দিকে হবে ভারী বৃষ্টিপাত ও ঝড়। ট্রেকারদের নিরাপদ জায়গায় নিয়ে যেতেও বলেছে তারা। শয়ে শেয় পর্বতারোহী, তাদের গাইড, রাঁধুনী, মালবাহকরা ভিড় জমিয়েছেন বেস ক্যাম্পে।

এবছরই নেপাল সরকার এভারেস্টে ওঠার জন্য ৩৭৭টি পারমিট দিয়েছে। এটা রেকর্ড।আবহাওয়া বেশ খারাপ। দৃশ্যমানতাও খুব কম। মে মাসই এভারেস্টে ওঠার সবথেকে ভালো সময়। এই সময়েই আবহাওয়া থাকে পরিষ্কার। তবে এখন মরসুমের শুরু। তাই অনেক সময় হাতে রয়েছে। সাইক্লোনের প্রভাব কেটে যাবে। ফণীর সরাসরি প্রভাব না পড়লেও নেপালের আবহাওয়ার রদবদল ঘটাবে অনেকটাই, বলছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *