রাজনৈতিক সৌজন্য ভুলে কুরুচিকর মন্তব্য বিজেপি বিধায়কের

লখনউ: বিএসপি সুপ্রিমো মায়াবতীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ের বিজেপি বিধায়ক সাধনা সিং৷ শনিবার উত্তরপ্রদেশের ছান্দাউলির জনসভায় সাধনা বলেন, ‘আমার মনে হয়, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরুষও নন, আবার মহিলাও নন৷ তাঁর সামান্যতম আত্মসম্মান বোধ নেই৷ ক্ষমতার লোভে নিজের সম্মান বিক্রি করে দিয়েছেন তিনি৷ মহিলা জাতির কলঙ্ক৷’ আর এই মন্তব্য নিয়েই

রাজনৈতিক সৌজন্য ভুলে কুরুচিকর মন্তব্য বিজেপি বিধায়কের

লখনউ: বিএসপি সুপ্রিমো মায়াবতীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ের বিজেপি বিধায়ক সাধনা সিং৷ শনিবার উত্তরপ্রদেশের ছান্দাউলির জনসভায় সাধনা বলেন, ‘আমার মনে হয়, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরুষও নন, আবার মহিলাও নন৷ তাঁর সামান্যতম আত্মসম্মান বোধ নেই৷ ক্ষমতার লোভে নিজের সম্মান বিক্রি করে দিয়েছেন তিনি৷ মহিলা জাতির কলঙ্ক৷’ আর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

রাজনৈতিক সৌজন্য ভুলে একজন রাজনীতিকের বিরুদ্ধে সাধনা কীভাবে এই মন্তব্য করলেন, সেই প্রশ্ন তুলছেন সকলে। সাধনা যে সভায় এই মন্তব্য করেন, ওই সভাতেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে তথা নয়ডার বিজেপি বিধায়ক পঙ্কজ সিংও৷ যদিও সাধনা সিংয়ের মন্তব্যের কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি তাঁকে৷ সাধনা সিংয়ের বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন বিএসপি নেতা সতীশ মিশ্র৷ তিনি বলেন, উত্তরপ্রদেশে এসপি-বিএসপি জোট হওয়ার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বিজেপি নেতারা। যত দ্রুত সম্ভব তাঁদের পাগলা গারদে ভরতি হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 2 =