পানজি: ভারতে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন গোয়া করোনা মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। গোয়া প্রশাসন, পর্যটকদের জন্য নতুন করে গোয়াকে উন্মুক্ত করে দেওয়ার ঘোষণাও করে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বন্দে ভারত মিশন ও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা শুরু হতেই তাল কাটল গোয়ার। জানা গিয়েছে, নতুন করে গোয়ায় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
গত কয়েকদিন ধরে শ্রমিক স্পেশাল চলছে। এর ফলে বিভিন্ন রাজ্যে আটকে থাকা গোয়ানিজরা ফিরতে শুরু করেছেন। বিভিন্ন দেশে আটকে থাকা গোয়ানিজরাও রাজ্যে ফিরতে শুরু করেছেন। তাতেই দেখা দিয়েছে সমস্যা। নতুন করে করোনা সংক্রমণ দেখতে পাওয়া গিয়েছে গোয়ায়। তাই গোয়াতে আসার বিষয়ে এখনই ভাবনা চিন্তা করতে বারণ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী।
বাইরে থেকে রাজ্যে ফেরা গোয়ার মানুষদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন আবশ্যিক করা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, বাইরে থেকে আসা নাগরিকদের ১৪ দিন কোয়ারেন্টাইমে থাকতে হবে। গোয়াতে নতুন করে করোনা আতঙ্ক ফিরুক তা তিনি চাননা। তাই বাইরে থেকে আসা রাজ্যের বাসিন্দাদের ১৪ দিন ঘরের মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন। তবে তাঁর কথা সবাই কতটা মানবেন, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।