কর্ণাটক: ভয়াবহ আগুনের গ্রাসে কর্ণাটকের বান্দিপুর ব্যাঘ্র প্রকল্প অঞ্চল। আগুনের জেরে পুড়ে নষ্ট হয়ে গেছে জঙ্গলের প্রায় ৩০ থেকে ৫০ একর অঞ্চল। রিজার্ভ ফরেস্টে প্রথম আগুন দেখা যায় বৃহষ্পতিবার। সেদিন বন কর্মীদের তৎপরতায় আগুন নিভে গেলেও ফের আগুন লাগে শনিবার ভোর রাতে।
সারাদিন ধিকি ধিকি করে জ্বলতে জ্বলতে এক সময় তা চরম আকার নেয়। শনিবার রাতে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় জঙ্গলের বিস্তীর্ণ অঞ্চল। বান্দিপুর ব্যাঘ্র প্রকল্পের পাহাড় সংলগ্ন এলাকায় ক্রমশ আগুন ছড়িয়ে পড়ায় আশঙ্কা বাড়ছে পরিবেশ বিজ্ঞানীদের। জোসেফ হুভার নামে এক পরিবেশ বিজ্ঞানী জানান যে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা দরকার কারণ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগুন লাগায় ভয়ানক বিপদে রয়েছে জঙ্গলের প্রাণীকুল। এছাড়াও তিনি জানান যে বান্দিপুরা পাহাড়ে আগুন ছড়ালে পাহাড়ের ওপারে কেরালার সীমান্তে ওয়ানাড অভয়ারণ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে ভয়াবহ প্রাকৃতিক ক্ষতি হয়ে যাবে৷