রাম মন্দির নির্মাণে সোনার ইট উপহার দেবেন বাবরের বংশধর

লখনউ: অযোধ্যায় রাম মন্দির নির্মাণে প্রথম সোনার ইট দান করতে চান শেখ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর ইয়াকুব হাব্বিবুদ্দিন টুসি৷ শনিবার অযোধ্যা বিভাগ মামলার রায় ঘোষণার পর তিনি জানিয়েছেন, মন্দির নির্মাণের ক্ষেত্রে হিন্দুদের সাহায্য করতে এগিয়ে আসা উচিত মুসলিমদের৷ এর মাধ্যমে বিশ্বের সামনে ভারতের ভ্রাতৃত্ব ও ধর্মনিরপেক্ষতার নিদর্শন স্থাপিত হবে৷ মুঘল বংশধর আরও জানিয়েছেন,

রাম মন্দির নির্মাণে সোনার ইট উপহার দেবেন বাবরের বংশধর

লখনউ: অযোধ্যায় রাম মন্দির নির্মাণে প্রথম সোনার ইট দান করতে চান শেখ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর ইয়াকুব হাব্বিবুদ্দিন টুসি৷ শনিবার অযোধ্যা বিভাগ মামলার রায় ঘোষণার পর তিনি জানিয়েছেন, মন্দির নির্মাণের ক্ষেত্রে হিন্দুদের সাহায্য করতে এগিয়ে আসা উচিত মুসলিমদের৷ এর মাধ্যমে বিশ্বের সামনে ভারতের ভ্রাতৃত্ব ও ধর্মনিরপেক্ষতার নিদর্শন স্থাপিত হবে৷ মুঘল বংশধর আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে মন্দির নির্মাণের প্রথম সোনার ইট তুলে দিতে চান তিনি৷

বর্তমানে হায়দ্রাবাদে বসবাসকারী হাবিবুদ্দিন নিজেকে মুঘল নবাব বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম বলে দাবি করেছেন৷ এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর হাতে বাবরি মসজিদের জমি তুলে দেওয়া হলে তা তিনি রাম মন্দিরের জন্য হস্তান্তর করবেন৷ এবং সেখানে রাম মন্দির নির্মাণের জন্য সোনার ইট দান করবেন৷ গত বছর সেপ্টেম্বরেও একই প্রস্তাব দিয়েছিলেন তিনি৷

রাম মন্দির নির্মাণে সোনার ইট উপহার দেবেন বাবরের বংশধর

চলতি বছর ৮ ফেব্রুয়ারি, তিনি সুপ্রিম কোর্টে এক আবেদন করে অযোধ্যা মামলায় তাঁকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিলেন৷ এই বিষয়ে তিনি জানান, মামলার কোনও পক্ষের কাছের জমির মালিকানাধীন তথ্য দিতে পারছেন না৷ সেই ক্ষেত্রে তিনি মনে করেন, বাহাদুর শাহ জাফরের বংশধর হওয়াই তাঁর মত প্রকাশের অধিকার রয়েছে৷

শনিবার ঐতিহাসিক রায় ঘোষণার মধ্যে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ হিন্দুদের দেওয়ার কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ৷ পাশাপাশি মসজিদ তৈরির জন্য জমি হস্তান্তর করার কথা বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *