নয়াদিল্লি: পুলওয়ামা হামলা থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত ভারতের৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কমব্যাট ফোর্সের জওয়ানদের জন্য ১০ লাখ হ্যান্ড গ্রেনেড কেনার পথে হাটতে চলছে প্রতিরক্ষা মন্ত্রক।
প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷ জানা গিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে ডাকা বৈঠকেই ১০ লাখ গ্রেনেড কেনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ বর্তমানে ব্যবহৃত এইচই ৩৬ গ্রেনেডের পরিবর্তে এই নয়া গ্রেনেড ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। নয়া হ্যান্ড গ্রেনেডগুলি ‘মাল্টিমোড’ এর হবে। ১০ লাখ মাল্টিমোড গ্রেনেড আনতে সরকারের ৫০০ কোটি টাকা খবর হবে বলে জানা গিয়েছে৷