চা বলয়ে বিষমদে মৃতের সংখ্যা বেড়ে ১২৪, অসুস্থ এখনও ৩৩১

আসাম: ক্রমেই দীর্ঘতর হচ্ছে আসামে বিষমদ কাণ্ডে মৃত্যু মিছিলের তালিকা। রবিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে চিকিৎসকরা। হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছেন আরও ৩৩১জন। জোরহাট মেডিক্যাল কলেজেই মারা গিয়েছে প্রায় ৭১ জন। সেখানে এখনও অসুস্থ হয়ে ভর্তি আছেন ২৭২ জন। বাকিরা ভর্তি আছেন টিটাবর

চা বলয়ে বিষমদে মৃতের সংখ্যা বেড়ে ১২৪, অসুস্থ এখনও ৩৩১

আসাম: ক্রমেই দীর্ঘতর হচ্ছে আসামে বিষমদ কাণ্ডে মৃত্যু মিছিলের তালিকা। রবিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে চিকিৎসকরা। হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছেন আরও ৩৩১জন।

জোরহাট মেডিক্যাল কলেজেই মারা গিয়েছে প্রায় ৭১ জন। সেখানে এখনও অসুস্থ হয়ে ভর্তি আছেন ২৭২ জন। বাকিরা ভর্তি আছেন টিটাবর হাসপাতালে ও গোলাঘাট জেলা হাসপাতালে। শনিবার পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে প্রায় কোনও সাহায্যই পায়নি মৃতদের পরিবার। পরে বিরোধীদের চাপের মুখে পড়ে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও অসুস্থদের জন ৫০,০০০ টাকা সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + five =