নয়াদিল্লি: পত্রপাঠ খারিজ হয়ে গেল নির্ভয়ার ধর্ষক-খুনি বিনয় শর্মার আর্জি। দিল্লি আদালতে এক আবদনে সে তার আইনজীবী মারফৎ আর্জি জানিয়েছিল মানসিক চিকিৎসার।দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ওই আর্জি খারিজ করে দিয়েছে। আদালতের কাছে বিনয়ের আইনজীবী এপি সিং জানান ‘আমার মক্কেল বিনয় মাথায় গুরুতর চোট পেয়েছে।
মানসিক দিক থেকে সে রীতিমতো ভেঙে পড়েছে। এই মুহূর্তে তার একজন মনোবিদের প্রয়োজন। ‘ইন্সটিটিউট অফ বিহেভিয়ার অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেজে’ ভর্তি না করলেই নয়।’ তিহার জেল কর্তৃপক্ষ আদালতকে বলেছে, বিনয়ের আবেদন নির্জলা মিথ্যে ছাড়া আর কিছুই নয়। জেলে সে দিব্যি সুস্থ রয়েছে। আচার আচরণ একবারে স্বাভাবিক। গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্ভয়ার চার ধর্ষক খুনির ফাঁসির দিন ধার্য করে। একমাত্র পবন ছাড়া তিনজনের ক্ষেত্রে সব ধরনের আইনি সহায়তা নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, ফাঁসির আদেশ জারি হওয়ার পর নির্ধারিত সাতদিনও পার হয়ে গিয়েছে। সোমবারের শুনানিতে তিহার জেলকর্তৃপক্ষ আদালতকে এমনটাই জানিয়েছে।
এর আগেও দু’বার মৃত্যু পরোয়ানা জারি করা হলেও তা পিছিয়ে যাওয়ায় নির্ভয়ার মা আশাদেবী রীতিমতে ভেঙে পড়েন। তাই, ৩ মার্চ সকাল ৬টা পর্যন্ত তিনি নিশ্চিন্ত হতে পারছেন না।তিহার জেল কর্তৃপক্ষ উত্তরপ্রদেশ সরকারকে চিঠি লিখে ফাঁসির দু’দিন আগে ফাঁসুরেকে দিল্লি পাঠাতে বলেছে।