নয়াদিল্লি: জাতির জনক মহত্মা গান্ধীর মৃত্যু এড়ানো যেত বলে মনে করেন এক সময়ে তাঁর সচিবের দায়িত্ব পালন করে আসা কাল্যানাম৷ তাঁর যুক্তি, আক্রমণ হতে পারে, এই আশঙ্কা করে গান্ধীজির জন্য নিরাপত্তার ব্যবস্থা করার কথা ভাবা হয়েছিল৷ কিন্তু নিরাপত্তারক্ষী মোতায়েন করলে মহত্মা গান্ধী দিল্লি ছেড়ে অন্যত্র চলে যাবেন বলে সরকারকে জানিয়েছিলেন৷ সরকারের কাছে খবর ছিল, তাঁর উপর আক্রমণ নেমে আসতে পারে৷ শুধু তাই নয়, কয়েকবার হামলাও হয়েছিল৷ মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও একবার হামলা হয়েছিল৷ সে সময় বিড়লা হাউজেই ছিলেন তিনি৷ পরে ওই বিড়লা হাউজেই তাঁকে হত্যা করা হয়৷
সরকারের তরফে যাই বলা হোক না কেন, গান্ধীজি জানিয়েছিলেন তাঁর এ ধরনের ঘটনায় ভয় লাগে না৷ সংবাদ সংস্থা পিটিআইকে কাল্যানাম বলেন, ‘‘গান্ধীজি যদি নিরাপত্তা নিতে সম্মতি দিতেন, তাহলে তাঁর মৃত্যু হয়ত এড়ানো সম্ভব হত৷ ১৯৪৩ সালে মহাত্মার সঙ্গে কাজ শুরু করেন কাল্যনাম৷ জীবনের শেষ দিন পর্যন্ত গান্ধীজির সঙ্গেই ছিলেন তিনি৷