নয়াদিল্লি: তিরুপতির মন্দির থেকে উধাও তিনটি সোনার মুকুট। শহরের মাঝে শ্রী গোবিন্দরাজস্বামী মন্দিরে ১৩০০ গ্রামের ওই মুকুটগুলিতে ছিল বহুমূল্য রত্ন। তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ এবং পুলিশ ছটি টিম তৈরি করে তদন্ত শুরু করেছে। মন্দিরে সবসময়ই ভিড় থাকে। বেশিরভাগ জায়গাতেই রয়েছে সিসিটিভি ক্যামেরা। ফলে সেখান থেকে চুরি করে বাইরে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব।
শনিবার মন্দিরের পুরোহিতরা যখন সুপ্রভাতম আচারে ব্যস্ত ছিলেন, তখনই এই চুরির ঘটনা ঘটেছে। এক মহিলা কনস্টেবল চুরির বিষটি দেখতে পেয়ে খবর দেন। সূত্রের খোঁজে পুরোহিত সহ সবাইকেই জেরা করা হচ্ছে। আগেও এই মন্দির থেকে গয়না চুরির ঘটনা ঘটেছে।