নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসি স্থগিত রাখল আদালত, বাতিল মৃত্যুদণ্ড

নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসি স্থগিত রাখল আদালত, বাতিল মৃত্যুদণ্ড

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির উপর ফের স্থগিতাদেশ দিল আদালত৷ আগামীকাল নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি হচ্ছে না৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি স্থগিত রাখা হয়েছে৷ ফাঁসির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট৷ চার দোষীর মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে দেওয়া হয়েছে৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি নয় সাফ জানিয়ে দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট৷

আদালত এই মুহূর্তে নির্ভয়াকাণ্ডের ৪ দোষী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে৷ রাষ্ট্রপতি এখনও পর্যন্ত তাদের আর্জি খারিজ করে দিয়েছে কি না, সেবিষয়ে আদালতে কোনও তথ্য না আসায় ফাঁসির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

অন্যদিকে, আজ সুপ্রিম কোর্টে আবেদন করেছিল নির্ভয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পবন গুপ্তা৷ নির্ভয়ার ওপর নির্মম অত্যাচার চালিয়ে গণধর্ষণের সময় সে নাবালক ছিল বলে দাবি করেছে পবন৷ কিন্তু, আজ পবনের সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে৷

শনিবার সকালে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়৷ ফাঁসুরেদেরও তিহার জেলে আনানো হয়৷ কেন্দ্রের বাজেট পেশের দিন গোটা দেশ ফাঁসির অপেক্ষায় ছিল৷ কিন্তু, শেষ মুহূর্তে ভেস্তে গেল সমস্ত প্রস্তুতি৷ আজ দিল্লি আদালতের তরফে ফাঁসির নির্দেশ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না বলে জানিয়েছে আদালত৷ এই নিয়ে দ্বিতীয়বারের জন্য পিছিয়ে গেল ফাঁসি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =