গরিব রোগী পরিবারকে ১ টাকায় খাবার দেন এই দম্পতি

তামিলনাড়ু : চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়া গরিব পরিবারকে ১ টাকায় খাবার জোগাচ্ছেন তামিলনাড়ুর যুগল৷ ইরোদ হাসপাতালের সামনে একটি খাবারের দোকান ভেঙ্কটরমন ও রাজলক্ষ্মীর রোজ রোগী ও তাঁদের পরিবারকে খাবার দেন মাত্র ১ টাকার বিনিময়৷ অন্তত ৭০ জনকে খাওয়ান তাঁরা৷ অন্য একটি রেঁস্তোরা চালিয়ে উপার্জিত অর্থ এই রোগী পরিবারকে বিলিয়ে চলেছেন এই দম্পতি৷ দু’জনেই চেষ্টা

গরিব রোগী পরিবারকে ১ টাকায় খাবার দেন এই দম্পতি

তামিলনাড়ু : চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়া গরিব পরিবারকে ১ টাকায় খাবার জোগাচ্ছেন তামিলনাড়ুর যুগল৷ ইরোদ হাসপাতালের সামনে একটি খাবারের দোকান ভেঙ্কটরমন ও  রাজলক্ষ্মীর রোজ রোগী ও তাঁদের পরিবারকে খাবার দেন মাত্র ১ টাকার বিনিময়৷

অন্তত ৭০ জনকে খাওয়ান তাঁরা৷ অন্য একটি রেঁস্তোরা চালিয়ে উপার্জিত অর্থ এই রোগী পরিবারকে বিলিয়ে চলেছেন এই দম্পতি৷ দু’জনেই চেষ্টা করেন রোজকার যেন খাবারের গুণমান ভালো থাকে ও যত বেশি সংখ্যক মানুষদের খাওয়াতে পারে তা নিশ্চিত করা৷ প্রতিদিন প্রায় ৬০-৭০ জনকে ব্রেকফাস্ট থেকে ডিনার সবই দেন তাঁরা৷ প্রতিদিন তাঁদের খরচ হয় প্রায় ২০০০টাকা৷ অন্য একটি রেঁস্তোরা চালিয়ে সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন এই দম্পতি৷ দীর্ঘ দিন ধরে এই কাজ চালিয়ে যাওয়ার জন্য ২০১১ সালে ভি. ভেঙ্কটরমনকে দেওয়া হয়েছে উইকেন্ড লিডার অ্যাওয়ার্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 5 =