লোকসভায় হারলেন দেশের সবথেকে ধনী প্রার্থী

বিহার : অঢেল টাকা থাকলেই যে ভোটে জেতা যায় না তা প্রমাণ হল। এবারের ভোটে সবথেকে ধনী প্রার্থী ছিলেন ১১০৭ কোটি টাকার মালিক বিহারের পাটলিপুত্র কেন্দ্রের রমেশকুমার শর্মা। তিনি পেয়েছেন মাত্রই ১৫৫৬ ভোট। ফলে জামানত জব্দ হয়েছে তাঁর। শুধু তিনিই নন, দেশের ধনী প্রার্থীদের তালিকায় প্রথম দশজনের মধ্যে পাঁচজনই হেরেছেন বিশ্রীভাবে। এদের তিনজন অন্ধ্রের, মধ্যপ্রদেশ

লোকসভায় হারলেন দেশের সবথেকে ধনী প্রার্থী

বিহার : অঢেল টাকা থাকলেই যে ভোটে জেতা যায় না তা প্রমাণ হল। এবারের ভোটে সবথেকে ধনী প্রার্থী ছিলেন ১১০৭ কোটি টাকার মালিক বিহারের পাটলিপুত্র কেন্দ্রের রমেশকুমার শর্মা। তিনি পেয়েছেন মাত্রই ১৫৫৬ ভোট। ফলে জামানত জব্দ হয়েছে তাঁর। শুধু তিনিই নন, দেশের ধনী প্রার্থীদের তালিকায় প্রথম দশজনের মধ্যে পাঁচজনই হেরেছেন বিশ্রীভাবে। এদের তিনজন অন্ধ্রের, মধ্যপ্রদেশ এবং বিহারের ২ জন করে এবং তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানয়া একজন করে।

ধনী তালিকায় দ্বিতীয় ছিলেন তেলেঙ্গানার চেভেল্লা কেন্দ্র কংগ্রেস প্রার্থী কোন্দা বিশ্বেশ্বর রেড্ডি। তিনি হেরেছেন ১৪ হাজারেরও বেশি ভোটে। তাঁর ঘোষিত সম্পত্তি ৮৯৫ কোটির। তৃতীয় ধনী প্রার্থী কমলনাথের ছেলে কংগ্রেসের নকুল নাথ। তাঁর সম্পত্তি ৬৬০ কোটি টাকার। তিনি ছিন্দওয়ারা থেকে জিতেছেন ৩৭ হাজার ভোটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =