বিশ্বের উচ্চতম বুথে রেকর্ড গড়ল দেশের গণতন্ত্র

হিমাচল: সবরকম প্রতিকূলতা উপেক্ষা করে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত বুথে মহানন্দে ভোট দিলেন ভোটাররা। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার তাশিগঞ্জ ভোটগ্রহণ কেন্দ্র। এটিই বিশ্বের সবথেকে উঁচু বুথ হিসেবে জায়গা করে নিয়েছে। যার উচ্চতা ১৫ হাজার ২৫৬ ফুট। মান্ডি লোকসভার অন্তর্গত এই বুথে মোট ভোটারের সংখ্যা মাত্র ৪৯ জন। রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায়

72a335d17d66e52536224cd4dd227ff9

বিশ্বের উচ্চতম বুথে রেকর্ড গড়ল দেশের গণতন্ত্র

হিমাচল: সবরকম প্রতিকূলতা উপেক্ষা করে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত বুথে মহানন্দে ভোট দিলেন ভোটাররা। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার তাশিগঞ্জ ভোটগ্রহণ কেন্দ্র। এটিই বিশ্বের সবথেকে উঁচু বুথ হিসেবে জায়গা করে নিয়েছে। যার উচ্চতা ১৫ হাজার ২৫৬ ফুট।

মান্ডি লোকসভার অন্তর্গত এই বুথে মোট ভোটারের সংখ্যা মাত্র ৪৯ জন। রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় নির্বিঘ্নেই ভোট হয়েছে এখানে। প্রচণ্ড ঠান্ডা এবং দুর্গম গিরিপথ উপেক্ষা করেই সকাল সাতটা থেকেই ভোট দিতে চলে আসেন ভোটাররা। সকাল ৯টার মধ্যে পড়ে যায় ৫৩ শতাংশ ভোট। একথায় যা রেকর্ড।

রাজ্যের সহকারী মুখ্য নির্বাচনী আধিকারিক হরবনশা লাল ধিমান বলেন, হিমাচলের হিক্কিম ছিল বিশ্বের সর্বোচ্চ ভোটগ্রহণ কেন্দ্র। ২০১৭ সালে প্রযুক্তিগত কারণে বুথটি সরিয়ে তাশিগঞ্জে আনা হয়। তবে হিমাচলের কিন্নর জেলার কা বুথে সবথেকে কম সংখ্যক ভোটার রয়েছেন। এই বুথে মাত্র ১৬ জন ভোটার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *