বাংলার মাটিতে ইতিহাস গড়লেন দেশের প্রথম মহিলা পাইলট

কলকাতা: প্রথম মহিলা পাইলট হিসেবে অত্যাধুনিক যুদ্ধবিমান উড়িয়ে নজির গড়লেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহনা সিং৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলার কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ‘হক’ উড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছেন মোহনা৷ আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি পর্যন্ত যুদ্ধবিমান উড়িয়েছেন মোহনা৷ দীর্ঘ প্রশিক্ষণ নেওয়ার পরই মোহনা এই নজির গড়েছেন৷ টানা প্রায় ৫০০ ঘণ্টা যুদ্ধবিমান উড়িয়েছেন

0a92883c52f7ef7f9eb2edf6bb96cf3b

বাংলার মাটিতে ইতিহাস গড়লেন দেশের প্রথম মহিলা পাইলট

কলকাতা: প্রথম মহিলা পাইলট হিসেবে অত্যাধুনিক যুদ্ধবিমান উড়িয়ে নজির গড়লেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহনা সিং৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলার কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ‘হক’ উড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছেন মোহনা৷

আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি পর্যন্ত যুদ্ধবিমান উড়িয়েছেন মোহনা৷ দীর্ঘ প্রশিক্ষণ নেওয়ার পরই মোহনা এই নজির গড়েছেন৷ টানা প্রায় ৫০০ ঘণ্টা যুদ্ধবিমান উড়িয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহনা৷ ৩৮০ ঘণ্টা ‘হক এমকে ১৩২’ যুদ্ধবিমান আকাশে উড়িয়ে দেশের মধ্যে নজিরও তৈরি করেছেন তিনি৷ ২০১৬ সালের জুন মাসে  যুদ্ধবিমান চালকের প্রশিক্ষণের জন্য বায়ুসেনায় যোগ দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *