সাধারণের উপর আক্রান্ত হলেই পাল্টা জবাব, পাকিস্তানকে হুমকি সেনার

নয়াদিল্লি: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা। সাধারণ মানুষের ওপর আক্রমণ হলেই সাথে সাথে জবাব দেওয়া হবে বলে বুধবার জানিয়ে দিল ভারতীয় সেনা। এদিন বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক প্রসঙ্গে সেনাবাহিনী বলেছে, “আমরা পেশাদার। সবসময় চেষ্টা করি যাতে নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি না হয়, বিশেষত নিয়ন্ত্রণরেখা বরাবর। আমরা সবসময় সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ করে আক্রমণ চালিয়েছি, যা

1891dfba1669c8bcc38adc7207be67aa

সাধারণের উপর আক্রান্ত হলেই পাল্টা জবাব, পাকিস্তানকে হুমকি সেনার

নয়াদিল্লি: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা। সাধারণ মানুষের ওপর আক্রমণ হলেই সাথে সাথে জবাব দেওয়া হবে বলে বুধবার জানিয়ে দিল ভারতীয় সেনা।

এদিন বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক প্রসঙ্গে সেনাবাহিনী বলেছে, “আমরা পেশাদার। সবসময় চেষ্টা করি যাতে নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি না হয়, বিশেষত নিয়ন্ত্রণরেখা বরাবর। আমরা সবসময় সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ করে আক্রমণ চালিয়েছি, যা জনবসতির থেকে দূরে।” গত ২৪ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তিনবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কৃষ্ণা ঘাটি ও সুন্দরবানি সেক্টরে সাধারণ মানুষের বসতি লক্ষ্য করে অনর্থক তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তান।

এরপরই ভারতীয় সেনা পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয়, “অসামরিক জনবসতি লক্ষ্য করে কামান দাগলে সাথে সাথে পাল্টা জবাব দেবে ভারত। পাকিস্তানের গোলাবর্ষণে গত কয়েকদিনে সীমান্তে অনেক সাধারণ মানুষ হতাহত হয়েছেন। এলাকার সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনা পালটা জবাব দিয়েছে। কিন্তু লক্ষ্য রেখেছে যাতে কোনও নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি না হয়। সেনাবাহিনী বলেছে, “আমরা পেশাদার। সবসময় চেষ্টা করি যাতে নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি না হয়। আমরা সবসময় সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ করে আক্রমণ চালিয়েছি।” উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভারতের বায়ুসেনা পাকিস্তানে ঢুকে বালাকোট অঞ্চলে জঙ্গি ঘাঁটিতে বোমা ফেলে আসে। তার পরেই সীমান্তে ঘন ঘন সংঘর্ষ বিরতি ভাঙতে থাকে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *