পুতুল বিক্রির টাকায় ১৩ ক্যান্সার রোগীর চিকিৎসার খরচ মেটাল কিশোরী

পুতুল বিক্রির টাকায় ১৩ ক্যান্সার রোগীর চিকিৎসার খরচ মেটাল কিশোরী

মুম্বাই: একবিংশ শতকের ব্যস্ততম সময়ে যখন নিজের নিজের প্রয়োজন মেটাতে নাজেহাল সাধারণ জনতা, ঠিক সেই সময়ে রক্ষাকর্তার ভূমিকায় উঠে এল মুম্বইয়ের এক কিশোরী৷ বয়স মাত্র ১৬ বছর৷ আর এই বয়সে অন্যের ভালো থাকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে৷

কিশোরী শিরজা আর্ট অ্যাণ্ড ক্রাফর্ট প্রদর্শনী থেকে উপার্জিত ৮৫০০০ টাকা দিয়ে জুগিয়েছে ক্যান্সার আক্রান্ত ১৩ জন রোগীর কেমো থেরাপির চিকিৎসার খরচ৷ কোলাহপুরের বন্যা দুর্গতদের জন্য ত্রান সামগ্রীর বন্দোবস্ত, সিয়াচেন সীমান্তে দেশের প্রহরায় মোতায়েন করা সেনানীদের প্রয়োজনীয় সাহায্য প্রদান, বিভিন্ন গ্রামে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত পিছিয়ে পরা ছেলে-মেয়েদের পড়াশুনোর সুযোগ করে দেওয়া ইত্যাদি৷

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, এই বয়সে কী করে, এতো টাকার জোগাড় করল? নানা রকমের হাতের কাজ করে সে৷ যেমন নিখুঁত ভাবে নানা আকারের কাপড়ের তৈরি পুতুল, কানের দুল তৈরি করে অনলাইনে বিক্রি করছে ওই কিশোরী৷ মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শিরজা চান, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারাও পুতুল তৈরির কৌশল শিখে উপার্জন করুক৷ আর যাঁদের কাছে সেই সুযোগ নেই, তাদের জন্য সাহায্য পাচ্ছে ওই ১৬-র কিশোরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + five =