প্রাক্তন ও বর্তমানের ২ বাওপিক ঘিরে বিতর্ক, ফায়দা কার?

তিয়াষা গুপ্ত: ছবি ১ : অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বিষয়- মনমোহন সিংয়ের বায়োপিক মুখ্যচরিত্রে অভিনয়- অনুপম খের মুক্তি – ১১ জানুয়ারি ছবি ২: পিএম নরেন্দ্র মোদী বিষয়- নরেন্দ্র মোদীর বায়োপিক মুখ্যচরিত্রে অভিনয় – বিবেক ওবেরয় মুক্তি – সবে পোস্টার প্রকাশ বিতর্ক : ভোটের আগে প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীর বায়োপিক সামনে আসার উদ্দেশ্য কি? এটা কি নিছক

প্রাক্তন ও বর্তমানের ২ বাওপিক ঘিরে বিতর্ক, ফায়দা কার?

তিয়াষা গুপ্ত: 

ছবি ১ : অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার
বিষয়- মনমোহন সিংয়ের বায়োপিক
মুখ্যচরিত্রে অভিনয়- অনুপম খের
মুক্তি – ১১ জানুয়ারি

ছবি ২: পিএম নরেন্দ্র মোদী
বিষয়- নরেন্দ্র মোদীর বায়োপিক
মুখ্যচরিত্রে অভিনয় – বিবেক ওবেরয়
মুক্তি – সবে পোস্টার প্রকাশ

বিতর্ক : ভোটের আগে প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীর বায়োপিক সামনে আসার উদ্দেশ্য কি? এটা কি নিছক সিনেমা? নাকি এর পেছনে অন্য উদ্দেশ্য আছে? কংগ্রেস বলছে, অ্যাক্সিডেন্টাল পিএম ছবির মধ্য দিয়ে মনমোহন সিংয়ের ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা হয়েছে। অন্যদিকে মোদীর বায়োপিকে তাঁকে মহান নেতা হিসেব প্রজেক্ট করা হয়েছে। এর মাধ্যমে ২০১৯-এ ফায়দা তুলতে চাইছে বিজেপি।

বিজেপি তাদের অফিশিয়াল ট্যুইটারে ছবির ট্রেলারের প্রশংসা করেছে। তাদের বক্তব্য, কীভাবে একটা পরিবার বছরের পর দেশ শাসন করে গেছে, তাই চিত্রায়িত হয়েছে ছবিতে। অন্যদিকে মোদীর বায়োপিকের পোস্টার প্রকাশের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ছবিটি মোদীর মতো নেতার জীবন সম্পর্কে মানুষকে প্রেরণা দেবে।

অ্যাক্সিডেন্টাল পিএম ছবিটি সঞ্জয় বারুর বই নিয়ে তৈরি হয়েছে। বারু ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা ছিলেন। অভিনেতা অনুপম খের বরাবরই বিজেপির ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ছবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ৫ রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে। ফলে ১৯-এ এই ছবিকে কি হাতিয়ার করবে বিজেপি? এর উত্তরে তিনি বলেন, আমি যদি রাজনীতি করতাম, তাহলে তাঁদের এমনটাই করতে বলতাম। কিন্তু আমি অভিনেতা, তাই তাঁরা ঠিক করবেন, কী করবেন। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। তাই নিয়ে কংগ্রেস রে রে করে উঠেছে। কারণ ছবিতে নাকি মনমোহন সিংকে `মৌন প্রধানমন্ত্রী’ হিসেবে দেখানো হয়েছে। তিনি কীভাবে কাঠপুতুলের মতো প্রধানমন্ত্রিত্ব চালিয়েছেন, তাই নাকি চিত্রায়িত হয়েছে। কংগ্রেসের অভিযোগ, এই ছবির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ।

ছবির ট্রেলার প্রকাশের পরেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা ভোটের আগে এই ছবি প্রচার করে লাভবান হতে চাইছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস তেড়েফুঁড়ে আসরে নেমেছে। তাদের অভিযোগ, রাফালে থেকে কৃষক সমস্যা সহ আরো একাধিক ইস্যুতে নাজেহাল মোদী। তাই এভাবে মানুষের নজর ঘুরিয়ে দিতে তিনি এই অপকৌশল নিয়েছেন। এই ছবির মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস এর প্রদর্শন রুখে দিতে জোর চেষ্টা চালাচ্ছে। দিল্লির এক ডিজাইনার ট্রেলার বন্ধের জন্য আদালতে আবেদনও করেছে। যদিও আদালত তাঁকে জনস্বার্থ মামলা করে ডিভিশন বেঞ্চে আবেদন করতে বলেছে।

বিতর্কের কেন্দ্রে থাকা দ্বিতীয় ছবির নাম নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। ছবিটি প্রডিউস করেছেন সুরেশ ওবেরয় ও সন্দীপ সিং। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়।

সোমবার ২৩ টি ভাষায় ছবি পোস্টার প্রকাশ পেয়েছ মুম্বইয়ে। অভিনেতা বিবেক ওবেরয় বলেন, এটা দারুণ অভিজ্ঞতা। মোদীর মতো বিশ্বমানের নেতার চরিত্রে অভিনয় যেকোনো অভিনেতার কাছে বড় চ্যালেঞ্জ। পরিচালক বলেন, এটা তাঁর কেরিয়ারে এক চ্যালেঞ্জিং প্রজেক্ট। মোদীর মতো নেতাকে অনস্ক্রিন ফুঁটিয়ে তোলার মোটেই মুখের কথা নয়।

প্রশ্ন হল, এরকম ২ বায়োপিক সাধারণ নির্বাচনের আগেই কেন? এ যে নিছক নান্দনিক দায়বদ্ধতা নয়, তা বলাই যায়। যতদূর শোনা যাচ্ছে, মোদীর বায়োপিকে একজন চাওয়ালা থেকে তাঁর উত্থান চিত্রায়িত করা হয়েছে ছবিতে। অন্যদিকে মনমোহন সিংকে সোনিয়ার হাতের পুতুল করে দেখানোর মধ্য দিয়ে তাঁর ক্যারিশ্মা যে প্রকাশ পাবে না, তা বলাই যায়। মনমোহন সিং একজন অর্থনীতিবিদ, পণ্ডিত, বিদগ্ধ- ছবিতে তাঁর চরিত্রের সব দিক প্রকাশিত হবে তো! যদি না হয়, তাহলে বুঝে নিতে অসুবিধা হবে না যে ছবিটি একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত। অন্য ছবিতে মোদীর গড়িমা প্রকাশ হোক, তাতে অসুবিধার কিছু নেই, কিন্তু যদি মনমোহন সিংকে খাটো করে দেখানো হয়, তাহলে ছবির তৈরির মহান উদ্দেশ্য নিয়ে আর কিছু বলার প্রয়োজন হবে না। দর্শকরা সমজদার।

এতে রাফালে থেকে কৃষক সমস্যায় নাজেহাল মোদীর অসায়তাই কি প্রকাশ পাবে না!!!

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 13 =