নয়াদিল্লি: বালাকোটে বিমান হানা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। সেখানে জৈশ ঘাঁটি আদৌ ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে উপগ্রহ চিত্র। ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়া জাবা গ্রামে জঙ্গিদের ঘাঁটি দ্বংস হয়েছে বলে জানিয়েছিল ভারতীয় সেনা।
একই দাবি করেছিলেন বিমানবাহিনীর প্রধান বি এস ধানোয়া। উপগ্রহ টিত্রে দেখা যাচ্ছে, সেখান মদ্রাসা ও অন্য বাড়িঘর অক্ষতই রয়েছে। মিডলবেরি ইনস্টটিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের ইস্ট এশিয়া ননপ্রলিফারেশন প্রজেক্টের ডিরেকটর জেফ্রি লুইস জানিয়েছেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন উপগ্রহ ছবিতে বোমার কোনও চিহ্ন দেখা যাচ্ছে না।
ভারতের তরফে সরকারি সূত্রে বলা হয়েছিল, ১৪টি মিরাজ বিমান হাজার কিলো বোমা ফেলেছিল বালাকোটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বিজয় গোখলে দাবি করেছিলেন, বহু জঙ্গি ও জেহাদি হতাহত হয়েছে। সংখ্যাটা বিজেপি সভাপতি অমিত শাহর মতে, ২৫০। বিশেষজ্ঞরা বলছেন, ওই পরিমাণ বোমা ফেলা হলে কোনও কিছুই অক্ষত থাকার কথা নয়। অন্যদিকে, পাকিস্তানের দাবি, বোমায় কিছু গাছের ক্ষতি ছাড়া কিছুই হয়নি।