রাম মন্দির নির্মাণের বিষয়টি কাশ্মীরের মতো জটিল করে তোলা হচ্ছে: শিবসেনা প্রধান

রাম মন্দির নির্মাণের বিষয়টি কাশ্মীরের মতো জটিল করা উচিত নয় বলে মনে করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ একই সঙ্গে আরএসএসের কার্যকলাপ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি৷ তাঁর প্রশ্ন, রামমন্দির নির্মাণে দেরি হচ্ছে দেখেও সঙ্ঘ পরিবার কেন প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না! উদ্ধব বলেন, ‘রাম মন্দির নির্মাণের ব্যাপারটা যেন কাশ্মীরের মতো না হয়। এখনই কাশ্মীর সমস্যার

রাম মন্দির নির্মাণের বিষয়টি কাশ্মীরের মতো জটিল করে তোলা হচ্ছে:  শিবসেনা প্রধান

রাম মন্দির নির্মাণের বিষয়টি কাশ্মীরের মতো জটিল করা উচিত নয় বলে মনে করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ একই সঙ্গে আরএসএসের কার্যকলাপ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি৷ তাঁর প্রশ্ন, রামমন্দির নির্মাণে দেরি হচ্ছে দেখেও সঙ্ঘ পরিবার কেন প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না!

উদ্ধব বলেন, ‘রাম মন্দির নির্মাণের ব্যাপারটা যেন কাশ্মীরের মতো না হয়। এখনই কাশ্মীর সমস্যার সমাধান হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে না। এটা যেন রামমন্দির নির্মাণের ক্ষেত্রে না হয়।’ দলের মুখপত্র সামনায় এ কথাই লেখা হয়েছে। পাশাপাশি সংবাদপত্রের সম্পাদকীয় কলমে আরও লেখা হয়েছে রাম মন্দির নির্মাণে দেরি হওয়ার জন্য বিজেপির কংগ্রেসকে দোষ দেওয়ার যুক্তি নেই।

রামমন্দির নির্মাণ মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। একাধিক কারণে সেই মামলা পিছিয়েও যাচ্ছে। এমতাবস্থায় শরিক শিবসেনা থেকে শুরু করে কয়েকটি সংগঠন বিজেপির উপর চাপ দিচ্ছে। এরই মধ্যে জমির যে অংশ নিয়ে বিতর্ক নেই সেখান থেকে কিছুটা অংশ রাম জন্মভূমি ন্যাসকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে শিবসেনা প্রধান বলেন, ‘ মনে হচ্ছে ভোটের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এটা হওয়া উচিত নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 10 =