কেরোসিনের পুরনো লণ্ঠনের পরিবর্তে কেন্দ্রপাড়া জেলার একাধিক ভোটকেন্দ্রে সৌরবিদ্যুৎ চালিত লণ্ঠন রাখার ব্যবস্থা করছে কমিশন।
জেলা নির্বাচন কমিশনের দপ্তর জানিয়েছে, কেন্দ্রপাড়ায় লোডশেডিং রোজকার ঘটনা। তাই এখানকার পাঁচটি বিধানসভা কেন্দ্রের ১৩৯২টি বুথে পরিবেশ-বান্ধব সৌর-লণ্ঠনের ব্যবস্থা করা হচ্ছে। জেলাশাসক দাশরথী পাণিগ্রাহী বলেন, ‘অতীতের নির্বাচনগুলিতে কেরোসিনের বাতি ব্যবহার করা হতো। সেগুলিকেই সৌরচালিত লণ্ঠনে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’