নয়াদিল্লি: আমেথিতে বুথদখল নিয়ে স্মৃতি ইরানির অভিযোগকে সরাসরি খারিজ করে দিল নির্বাচন কমিশন। সোমবার স্মৃতি ইরানি একটি ভিডিও টুইট করে বলেন, এক বৃদ্ধাকে পোলিং অফিসার কংগ্রেসের প্রতীকে ভোট দিতে জোর করেছেন। তিনি বিজেপিকে ভোট দিতে চেয়েছিলেন।
এই অভিযোগের ভিত্তিতে স্মৃতি কমিশনের অভিযোগ করেন। কংগ্রসের তরফে বলা হয়, পরাজ.য় অনিবার্য বলেই বিজেপির প্রার্থী মিথ্যে অভিযোগ আনছেন। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার বেঙ্কটেশ্বর সু জানিয়েছেন, স্মৃতির অভিযোগ সম্পূর্ণ অসত্য।
Alert @ECISVEEP Congress President @RahulGandhi ensuring booth capturing. https://t.co/KbAgGOrRhI
— Chowkidar Smriti Z Irani (@smritiirani) May 6, 2019
তাঁদের অফিসাররা সরেজমিনে বুথে গিয়ে দেখেছেন, এমন কিছু হয়নি। তদন্তের স্বার্থেই প্রিসাইডিং অফিসারকে সরিয়েও দেওয়া হয়েছিল। দেখা যায়, ওই ভিডিওটি বানানো।