ভোটের আগে জনমত সমীক্ষা প্রকাশে নিষেধাজ্ঞা চাপাল কমিশন

নয়াদিল্লি: শেষ হতে চলেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ ১৯ মে পাঁচ বছরের জন্য বন্ধ হবে ইভিএম যন্ত্র৷ অপেক্ষা ২৩ মে৷ কার হাতে উঠবে দেশ চালানোর ক্ষমতা? গোটা দেশের কাছে এখন এটাই লাখ টাকার প্রশ্ন৷ চলছে একের পর এক জনমত সমীক্ষা৷ ভোটের আগে এই জনমত সমীক্ষা ভোটারদের প্রভাবিত করতে পারে, এই আশঙ্কায় এক্সিট পোল প্রকাশে বিধিনিষেধ

ভোটের আগে জনমত সমীক্ষা প্রকাশে নিষেধাজ্ঞা চাপাল কমিশন

নয়াদিল্লি: শেষ হতে চলেছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ ১৯ মে পাঁচ বছরের জন্য বন্ধ হবে ইভিএম যন্ত্র৷ অপেক্ষা ২৩ মে৷ কার হাতে উঠবে দেশ চালানোর ক্ষমতা? গোটা দেশের কাছে এখন এটাই লাখ টাকার প্রশ্ন৷ চলছে একের পর এক জনমত সমীক্ষা৷ ভোটের আগে এই জনমত সমীক্ষা ভোটারদের প্রভাবিত করতে পারে, এই আশঙ্কায় এক্সিট পোল প্রকাশে বিধিনিষেধ পাচাল নির্বাচন কমিশন৷

নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ভোট শেষ না হওয়া পর্যন্ত টুইটার থেকে সরিয়ে দিতে হবে সমস্ত এক্সিট পোল সম্পর্কিত সমস্ত পোস্ট৷ নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত কিছু অভিযোগ আসে৷ তার জেরেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে৷ যেই পোস্টটি ঘিরে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আসে, সেটি ব্যবহারকারী টুইটার থেকে ডিলিট করে দেয় বলে জানা গিয়েছে। কিন্তু অভিযোগটি ঠিক কী ছিল সে বিষয়ে কিছু খোলসা করেনি নির্বাতন কমিশন৷ মূলত, তিনটি সংবাদমাধ্যম টুইটারে একটি সমীক্ষার দ্বারা নির্বাচনের সম্ভাব্য ফলাফল টুইটারে পোস্ট করার পরেই এই সিদ্ধান্ত নেয় কমিশন। এই বিষয়ে ওই তিন মিডিয়া হাউসকে শো-কজ নোটিশও পাঠায় নির্বাচন কমিশন।

১২৬এ ধারা অনুযায়ী, নির্বাচন চলাকালীন কেউ এক্সিট পোল সম্পর্কিত কিছু প্রকাশ করতে পারবেন না। এই বিধি ভঙ্গে সবোর্চ্চ ২ বছর পর্যন্ত জেল হতে পারে অপরাধীর। সঙ্গে জরিমানাও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =