নয়াদিল্লি: লোকসভা ভোটে লড়বেন না অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লিতে আপের পক্ষ থেকে জানানো হয় এই কথা। একসময় শোনা গিয়েছিল আসন্ন লোকসভা ভোটে বারাণসী থেকে দাঁড়াবেন তিনি। কিন্তু, সমস্ত জল্পনা উডিয়ে দিয়ে জানানো হয়, লোকসভায় তিনি প্রার্থী হবেন না। আর কেন এই সিদ্ধান্ত?
আপের পক্ষে থেকে সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আপের মুখপাত্র ও রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং জানান, দিল্লিতে আপ শিক্ষা, স্বাস্থ্য, কৃষকদের সমস্যা, বিদ্যুৎ বিল, পানীয় জল সরবরাহ প্রভৃতি পরিষেবার আরও উন্নতির জন্য কাজ করে চলেছে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষা, কর্মসংস্থান, বিদ্যুতের মাশুল কমানো প্রভৃতির দাবিতে লড়ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যদি লোকসভার নির্বাচনে লড়তে চান, তাহলে এই ইস্যুগুলিতে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। তবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গোয়ার সব লোকসভা আসনে প্রার্থী দেবে আপ। এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু কিছু আসনেও প্রার্থী দেওয়া হবে বলে জানানো হয়।