জনতার ভয়ে পিছু হঠতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী, বিতল হচ্ছে পিআরসি?

অসম: প্রবল বিরোধিতার মুখে ‘পিআরসি’ সিদ্ধান্ত থেকে পিছু হঠতে বাধ্য হল অরুণাচল প্রদেশ সরকার। রবিবার রাজ্যের ভূমিপুত্র নয় এমন ছ’টি উপজাতি সম্প্রদায়কে স্থায়ী বসবাসের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। এদিকে সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও অশান্তি থামেনি অরুণাচলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা ও ছ কোম্পানি আইটিবিপি জওয়ান। রাজধানী ইটানগর,

জনতার ভয়ে পিছু হঠতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী, বিতল হচ্ছে পিআরসি?

অসম: প্রবল বিরোধিতার মুখে ‘পিআরসি’ সিদ্ধান্ত থেকে পিছু হঠতে বাধ্য হল অরুণাচল প্রদেশ সরকার। রবিবার রাজ্যের ভূমিপুত্র নয় এমন ছ’টি উপজাতি সম্প্রদায়কে স্থায়ী বসবাসের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। এদিকে সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও অশান্তি থামেনি অরুণাচলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা ও ছ কোম্পানি আইটিবিপি জওয়ান। রাজধানী ইটানগর, নামসাই, চাংলাং-সহ উত্তেজনাপ্রবণ জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার উপমুখ্যমন্ত্রী চৌনা মেইনের ব্যক্তিগত বাসভবন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর বাসভবনও। সেখানে পুলিশ বাদা দিতে গেলে জনতা-পুলিশ খন্ড যুদ্ধ বাধে। হামলা চালানো হয় রাজধানী ইটানগরের ডেপুটি কমিশনারের অফিসেও। ভাঙচুর করা হয়েছে রাজধানীর বিভিন্ন সরকারি অফিস, কার্যালয় এমনকী ইটানগর থানাও।

বিক্ষোভের জেরে গোটা অরুনাচল প্রদেশের জনজীবন কার্যত স্তব্ধ। ইটানগরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। হামলার ভয়ে বন্ধ স্থানীয় দোকানপাট থেকে শুরু করে পেট্রল পাম্পও। শুক্রবারের থেকে এখনও পর্যন্ত ১৫০টিরও বেশি যানবাহন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। যার মধ্যে বেশ কিছু পুলিশের গাড়িও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − twelve =