প্রচারে বেরিয়ে সপাটে চড় খেলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

নয়াদিল্লি: ফের আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এবার প্রচারে বেরিয়ে সপাটে যুবকের চড় খেলেন আম আদমি পার্টির সুপ্রিমো৷ বৃহস্পতিবার নয়াদিল্লির মতিনগর এলাকায় হুড খোলা গাড়িতে ভোট প্রচারে বেরিয়েছিলেন কেজরিওয়াল৷ গাড়ি যখন কর্মসমর্থকদের ভিড়ের মধ্যে দিয়ে ধীর গতিতে এগোচ্ছে, ঠিক তখনই আচমকা গাড়িতে উঠে পড়েন ব্যক্তি৷ কিছু বুঝে ওঠার আগেই কেজরিওয়ালকে গালে সপাটে চড় মারেন খয়েরি

প্রচারে বেরিয়ে সপাটে চড় খেলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

নয়াদিল্লি: ফের আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এবার প্রচারে বেরিয়ে সপাটে যুবকের চড় খেলেন আম আদমি পার্টির সুপ্রিমো৷

বৃহস্পতিবার নয়াদিল্লির মতিনগর এলাকায় হুড খোলা গাড়িতে ভোট প্রচারে বেরিয়েছিলেন কেজরিওয়াল৷ গাড়ি যখন কর্মসমর্থকদের ভিড়ের মধ্যে দিয়ে ধীর গতিতে এগোচ্ছে, ঠিক তখনই আচমকা গাড়িতে উঠে পড়েন ব্যক্তি৷ কিছু বুঝে ওঠার আগেই কেজরিওয়ালকে গালে সপাটে চড় মারেন খয়েরি রংয়ের টিশার্ট পড়া এক ব্যক্তি৷ সঙ্গে সঙ্গেই অবশ্য তাঁকে ধরে ফেলেন আপ কর্মীরা৷ দু’চার ঘা চড়িয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হলেও ধৃতের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ৷ কী কারণে এই হামলা, তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে দিল্লি পুলিশ৷

এর আগে একাধিকবার কেজরিওয়ালকে লক্ষ্য করে কখন চড়, জুতো, কালি ছোড়ার মতো ঘটনা ঘটেছে৷ মু্খ্যমন্ত্রীর দপ্তরে ঢুকে লঙ্কার গুড়ো ছিটিয়ে হামলাও ঘটেছে৷ একবাও সেই একই ভাবে আক্রমণের শিকার কেজরিওয়াল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =