মন্ত্রীদের পাপ ধুতে কুম্ভে স্নান মুখ্যমন্ত্রীর

লখনউ: প্রয়াগরাজে কুম্ভমেলায় মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রীদের নিয়ে প্রয়াগে পুণ্যস্নান করলেন মুখ্যমন্ত্রী যোগা আদিত্যনাথ। এই প্রথম রাজধানী লখনউয়ের বদলে প্রয়াগরাজে বসেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার বৈঠক। কুম্ভমেলার কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এই বৈঠকে ঠিক হয়েছে, এলাহাবাদ থেকে পশ্চিম উত্তরপ্রদেশে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তৈরি হবে। বৈঠকের পর সঙ্গমে স্নান সেরে মন্ত্রীদের নিয়ে যোগী যান

imagesmissing

লখনউ: প্রয়াগরাজে কুম্ভমেলায় মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রীদের নিয়ে প্রয়াগে পুণ্যস্নান করলেন মুখ্যমন্ত্রী যোগা আদিত্যনাথ। এই প্রথম রাজধানী লখনউয়ের বদলে প্রয়াগরাজে বসেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার বৈঠক।

কুম্ভমেলার কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এই বৈঠকে ঠিক হয়েছে, এলাহাবাদ থেকে পশ্চিম উত্তরপ্রদেশে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তৈরি হবে। বৈঠকের পর সঙ্গমে স্নান সেরে মন্ত্রীদের নিয়ে যোগী যান হনুমান মন্দিরে। বিকেলে বিভিন্ন আখড়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তিনি। শেষবার ১৯৬২ সালে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসেছিল নৈনিতালে। এই বৈঠকে ছিলেন না যোগী সরকারের মন্ত্রী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওমপ্রকাশ রাজভড়। রামমন্দির নিয়ে আদিত্যনাথের মিথ্যাচরণের প্রতিবাদেই তাঁর এই বয়কট। তিনি ২৪ ফেব্রুয়ারি জোট ও মন্ত্রিসভা ছাড়বেন বলে আগাম জানিয়ে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *