১০০ একর জমিজুড়ে বিশাল যজ্ঞের আয়োজন মুখ্যমন্ত্রীর

তেলেঙ্গানা: দল ও রাজ্যের মঙ্গল কামনায় বিশাল যজ্ঞের আয়োজন করতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ মহাযজ্ঞের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ইয়াদাদ্রি হিন্দু মন্দিরে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছে৷ ইতিমধ্যেই ত্রিদণ্ডী চিন্না জিয়ার স্বামীর সঙ্গে কথা এই বিষয়ে চূড়ান্ত পর্যায়ের কথাও বলে রেখেন চন্দ্রশেখর রাও৷ মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীনরসিংহ মন্দিরে হবে এই মহাসুদর্শন

১০০ একর জমিজুড়ে বিশাল যজ্ঞের আয়োজন মুখ্যমন্ত্রীর

তেলেঙ্গানা: দল ও রাজ্যের মঙ্গল কামনায় বিশাল যজ্ঞের আয়োজন করতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ মহাযজ্ঞের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ইয়াদাদ্রি হিন্দু মন্দিরে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছে৷

ইতিমধ্যেই ত্রিদণ্ডী চিন্না জিয়ার স্বামীর সঙ্গে কথা এই বিষয়ে চূড়ান্ত পর্যায়ের কথাও বলে রেখেন চন্দ্রশেখর রাও৷  মুখ্যমন্ত্রীর সচিবালয়  সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীনরসিংহ মন্দিরে হবে এই মহাসুদর্শন যজ্ঞ৷ ১০০ একর এলাকায় জুড়ে তৈরি হবে ১০৪৮ যজ্ঞকুণ্ড৷ এক হাজার ব্রহ্মণ ও ৩ হাজার সহকারী নিয়ে এই মহা যজ্ঞ করা হবে৷

১০০ একর জমিজুড়ে বিশাল যজ্ঞের আয়োজন মুখ্যমন্ত্রীর গোটা দেশ থেকে বৈষ্ণব পীঠাধিপতিদের আমন্ত্রণ জানানো হবে বলে খবর৷ বিভিন্ন ধর্মগুরুদেরও ডাকা হচ্ছে এই মহাযজ্ঞের জন্য৷ এই অনুষ্ঠানে আমন্ত্রীত থাকবেন রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে৷ এর আগে ২০১৫ সালে তাঁর ফার্মহাউসে পাঁচদিন ধরে অযুত মহাচণ্ডী যজ্ঞ করেছিলেন কেসিআর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =