আর্থিক মন্দা উড়িয়ে আরও দু’লক্ষ চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

লখনউ: গোটা বিশ্বজুড়ে দেখা দিয়েছে প্রবল আর্থিক মন্দা৷ তার প্রভাব এসে পড়েছে ভারতীয় অর্থনীতিতে৷ মুখ থুবড়ে পড়েছে গাড়ি শিল্প৷ দেশের আর্থিক বৃদ্ধির হার ঠেকেছে তলানীতে৷ কিন্তু বিশ্ববাজারে মন্দার প্রভাব ভারতীয় অর্থনীতির উপর পড়লেও তাঁর রাজ্যে এর কোন ছোঁয়া পড়বে না বলে সাফ ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এই মন্তব্যের পিছনে ব্যাখ্যাও দিয়েছেন তিনি৷ যোগী

আর্থিক মন্দা উড়িয়ে আরও দু’লক্ষ চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

লখনউ: গোটা বিশ্বজুড়ে দেখা দিয়েছে প্রবল আর্থিক মন্দা৷ তার প্রভাব এসে পড়েছে ভারতীয় অর্থনীতিতে৷ মুখ থুবড়ে পড়েছে গাড়ি শিল্প৷ দেশের আর্থিক বৃদ্ধির হার ঠেকেছে তলানীতে৷ কিন্তু বিশ্ববাজারে মন্দার প্রভাব ভারতীয় অর্থনীতির উপর পড়লেও তাঁর রাজ্যে এর কোন ছোঁয়া পড়বে না বলে সাফ ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এই মন্তব্যের পিছনে ব্যাখ্যাও দিয়েছেন তিনি৷

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, গোটা পৃথিবীর সঙ্গে ভারতের অর্থনীতিতে তার প্রভাব এসে পড়েছে৷ তবে উত্তরপ্রদেশে অর্থনীতির বিকাশে কোনও প্রভাব ফেলবে না বিশ্ব অর্থনীতির মন্দা৷ কারণ উত্তরপ্রদেশে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৃদ্ধি আকাশ ছুঁয়ে গিয়েছে৷ চাকরির ক্ষেত্রে একাধিক নতুন পদ তৈরি করতে বিপুল সাফল্য পেয়েছে উত্তরপ্রদেশ সরকার৷ উত্তরপ্রদেশে নতুন সরকারের আমলে ইতিমধ্যেই আড়াই লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি হয়ে গিয়েছে৷ আগামী আড়াই বছরে আরও দু’লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলে দরাজ সার্টিফিকেট দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাতকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশ সরকার ৩০ লক্ষ যুবককে ব্যবসা-বাণিজ্য করার জন্য আর্থিক সহযোগিতা করেছে তাঁরা সরকার৷ প্রত্যেকেই মুহূর্তে স্বনির্ভর বলেও দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *